বাংলাদেশ আমাদেরই

লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:১৮:১৭ দুপুর

বিজয়ের এই বিয়াল্লিস বছরেও আমরা এখনো পরাধীন.আমরা পিন্ডির অধিনতা হতে মুক্ত হয়ে দিল্লির অধিনতা গ্রহন করেছি. এখনো আমার ভাইয়েরা জীবন দিচ্ছে দিল্লির সেবাদাসদের হাতে. বাংলাদেশ এখন পুড়ছে দিল্লির আগুনে. দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা পদার্পন করছি.ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েই আমরা পুর্নাঙ্গ বিজয়ের স্বাধ আস্বাদন করব.সেদিন বাংলার আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক মুঠেমজুর ধনী দরিদ্রের ভেদাভেদ থাকবেনা. সবাই আনন্দে উচ্ছলিত হবে কাধেঁ কাধ মিলিয়ে.কে রাজাকার কে মুক্তিযোদ্ধা কে হেফাজত কে জামায়াত কে বিএনপি কে আওয়ামী লীগ থাকবেনা এই প্রশ্ন. হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থাকবেনা কোন বাছ বিচার,সবার কন্ঠে উচ্ছকিত হবে একটাই ধ্বনি আমরা বাংলাদেশী এবং বাংলাদেশ আমাদেরই. আমরাই গড়ব সূখী সমৃদ্ধশালী বাংলাদেশ.

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File