সময়ের সাহসী সন্তান অধ্যাপক আসিফ নজরুল

লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩০:১৭ সকাল





এই মুহুর্তে যে কজন মানুষ বাংলাদেশের সামগ্রিক অবস্থা নিয়ে তাদের জোরালো মতামত তুলে ধরছেন বিভিন্ন গনমাধ্যমের টকশোতে তাদেরই অন্যতম শ্রদ্ধেয় অধ্যাপক ড. আসিফ নজরুল. তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক. বিভিন্ন গনমাধ্যমে সরকার এবং বিরোধী দলের নানা অসংগতি, ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে জাতির আশা আখাংকার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন. স্যালুট স্যার আপনাকে. জাতির এই দুর্দিনে আপনার পরামর্শ সরকার এবং বিরোধী দলকে যে দিক নির্দেশনা দেয় তা তারা গ্রহন না করলেও জন মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আকাশচুম্বি.আপনাদের দৃঢ়তাই জাতির জন্য বড়ই প্রয়োজন. স্যার অন্তরের গভীর থেকে সংগ্রামী সালাম.....

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File