আওয়ামীলীগ তুমি ভুলে যেও না , " বাঁশ " একটি সার্বজনীন চিজ ছিল, আছে এবং থাকবে.....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০২ অক্টোবর, ২০১৫, ১২:২৭:৩২ রাত

বাংলা সংস্কৃতিতে বাঁশ একটি অনবদ্য ন্যায়পরায়ণ চিজ। রাজনৈতিক ডামাডোল এর বৃহদাংশ এই চিজ এর ব্যবহারে অর্জিত। সেই বায়ান্নতে বাঁশ ছিল একমাত্র প্রতিবাদের ভাষা । বাঁশ এর মাথায় বুকে হস্হাক্ষরে লেখা হত আকুতি, দিনভর চলতো সেই বাঁশ উচিয়ে কৃত্রিম বিলবোর্ড হয়ে দাড়ানোর ক্যাটওয়াক। কালে মহাকালে ঘর্ষিত সভ্যতার ধর্ষিত প্রেক্ষাপট পুরোপুরি বাঁশ কেন্দ্রিক হয়েছে। এ যুগে তো ইহার ডিজিটালাইজেশন হয়ে...

____

আগে বাঁশ দিত সামনাসামনি বস্তুগত , এখন বাঁশ দেওয়া হয় বস্তুগত ও অবস্তুগত উভয় পন্হায়। যেমন ভোট দেইনি তাই পেটিকোট উচিয়ে বাঁশ দেখিয়ে আওয়ামীলীগ ক্ষমতা নিয়েছে। তারপর ধার্মিকী জীবন বিধান চেয়েছি বলে মসজিদ মাদ্রাসায় জঙ্গি- বাঁশ ঢুকিয়েছে। আবার সত্য কথা কেন বলেছিস? বলে কিছু কিছু বৃদ্ধকে ফাসি- বাঁশ দেওয়া হচ্ছে । টুপি-পাঞ্জাবি পরতে চাইছি বলে কনডম- বাঁশ দিচ্ছে । ঘনঘন আল্লাহর গজব আসতেছে বলে যত্রতত্র ব্রিজ/সেতুর উদ্বোধন- বাঁশ দেওয়া হচ্ছে। এমনিভাবে বাঁশ প্রথার সংস্কার হয়েছে সমাজের পদে পদে।আরও বেশিকিছু উদাহরণ স্বরূপ বলা যায় গুম- বাঁশ, বর্ডার- বাঁশ, মিডিয়া- বাঁশ, ভ্যাট- বাঁশ, তত্ব- বাঁশ প্রভূতি...!!!

_____

এমনিভাবে বহমান যুগ থেকে যুগান্তরে বাঁশ এর সুন্দর্য বর্ধিত হয়েছে ! কিন্তু ইদানিং বা সম্প্রতি দেওয়া বাঁশ গুলো জনতা নিতে পারছেনা। কারন এই বাঁশ গুলো ঘাস খাওয়া মোটা মাথার মানুষের কাছেও ফকফকা হয়ে গেছে ! ঠিক যেসব কারনে বাঁশ এর নৈতিক প্রয়োগ ঘটানো যেত সেসব কারনের মাত্রা জয়ের উন্নত মেধার কাছাকাছি চলে গেছে। তাই জাতির বমি হওয়ার আগেই বাঁশ নিয়ে ভাবনার সময় এসে গেছে। আওয়ামী গোষ্টি যতই সাহারা খাতুন ক্রিম, দিপু মনি ত্যাল মাখিয়ে রওশনচৌকিতে বাঁশ প্রেজেন্ট করুকনা কেন জাতি বুঝে গেছে মখার মত বাঁশ উল্টে, এরাশাদের মত পাল্টে, ইনুর মত চেটে, বিলাইবাবুর সাংবিধানিক পন্হায়, ওবায়দুল স্পিডে জনগনের পেছনেই ঢুকবে...!!!

________

তোমরা যারা বাঁশধারী, মনে রেখ বাঁশ কিন্তু দিতে দিতে থেতলে যায়। বাঁশ খেলায় উন্মত্ত হয়ে ভুলে যেও না অপজিশনের হাতেও বাঁশ থাকবে। একটি বাঁশ হাতে নিতে কিন্তু খুব বেশি খরচ করতে হয়না। তাই ভুলে গেলে চলবে কি? বড় সাইজের মাখলা বাঁশ না জুটুক ছোট্ট খিলাল সাইজের বাঁশ কিন্তু অনায়াসে যে কেউ অর্জন করে কানের পর্দায় অতি সংগোপনে গেড়ে দিতে পারে। অতপর মাখলা বাঁশের চেয়ে খিলাল সাইজের বাঁশের তারিফ রক্ত পুজ দিয়ে করা লাগবে তোমাকেই আওয়ামীলীগ ! তাই বলি, এই সার্বজনীন চিজটাকে নিয়ে নাড়াচাড়া কম কর........

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344005
০২ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাঁশ বিলাস!!! ভালো লাগলো ধন্যবাদ।
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:৩০
286973
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
344036
০২ অক্টোবর ২০১৫ সকাল ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাঁশ ফেটে গেলে সেটা কাঠি হয়ে যায়। সহজে ভঙ্গুর!
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:৩১
286974
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
344048
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১০
লজিকাল ভাইছা লিখেছেন : আওয়ামী গোষ্টি যতই সাহারা খাতুন ক্রিম, দিপু মনি ত্যাল মাখিয়ে রওশনচৌকিতে বাঁশ প্রেজেন্ট করুকনা কেন জাতি বুঝে গেছে মখার মত বাঁশ উল্টে, এরাশাদের মত পাল্টে, ইনুর মত চেটে, বিলাইবাবুর সাংবিধানিক পন্হায়, ওবায়দুল স্পিডে জনগনের পেছনেই ঢুকবে...!!!
দারুন বিনোদন পাইলাম , হা হা হা ----
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:৩১
286976
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File