এ কমেডি ডে উইথ আদালত....জ্যাস।

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৪ নভেম্বর, ২০১৪, ০৯:২৫:৫৬ রাত

বই পড়ার অভ্যাস পিচ্চিকাল থেকে। মিঠু নামে আমার এক বন্ধু আছে। ওর বাপ অনেক বড় চাকুরে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বই কিনে দিত ওর বাপ। মিঠুর আবার বইতে এলার্জি ছিল। সে বইগুলো আমাকে এনে দিত আর আমি পড়ে মজা নিয়ে ওরে জাস্ট একটা ধারনা দিতাম কাহিনীর উপর। আর সে অই কথাগুলো তার বাপের উত্তরে চালিয়ে দিত।

সকালে ক্লাসে যাওয়ার সময় আম্মা ৫ টাকা দিত। আর ওর মা দিত ১০-১৫ টাকা। যেদিন করে বই খতম দিতাম ঐ দিন দুই বন্ধু এত্তগুলা ঝালমুড়ি, বুট-বাদাম খেতাম। বেশীরভাগ সময় সেই বিল মিটাইত। সে হয়তো ভাবতো আমার পড়ার পারিশ্রমিক দিচ্ছে সে খাইয়ে কিন্তু অই সময় আমার ওদিকে ভাবার সময় ছিল না ! কারণ ওরা ট্রান্সফার হওয়ার আগেই আমি আরও কিছু বই পড়ে নিতে চাই ওর মাধ্যমে। ক্লাস টু থেকে ফোর পর্যন্ত এই ছিল আমার বই পড়ার স্বর্ণ যুগ ছিল...

আজ হঠাৎ সেই দিনগুলোর স্মৃতিচারণ করতেছি কেন? হয়তো তাই ভাবছেন। শেষ করে বলতেছি কারণটা। তো সেই সময়ে বেশীরভাগ বই ছিল বীরবল টাইপের মজার, কিংবা চড়াই উৎরাই আরব্যোপন্যাস টাইপের অথবা মজার মজার ধাঁধাঁ কৌতুক টাইপের। অনেক মজা পেতাম পড়ে। একটা বই শুরু করলে আর নিস্তার নাই, কুপোকাত করে নিস্তার নিতাম। কখনও কখনও আম্মার কাছে খাইয়ে নিতাম, বই পড়ার সময়ের অপচয় রোধে..... :P

সেই থেকে আজ অব্দি অনেক কিছুই পড়লাম। শতসহস্র বইয়ের মাঝে ইদানীং আর তেমন মজা পাইনা, এখন মজা পাই আদালতি কারবাই পড়ে। সঞ্চিত সকল মজা ভান্ডারকে উপেক্ষা করে ফেলেছে গত তিনবছরের আদালতি কারবাই অসংঙ্গতি গুলো। ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আজ আমার কাছে পৃথিবী পৃষ্ঠের অন্যতম কমিকস বুক । পাপেট প্রসিকিউশনের প্রসিকিউটরের দল আজ যে পরিমাণ কমেডির মঞ্চায়ন ঘটায় তা পড়ে একদিকে মন কাঁদে মজলুমের জন্য অন্যদিকে অট্টহাসিতে পেট ফাটার উপক্রম হয়। সত্যিই আপনি যদি মামলা গুলোর দালিলিক প্রমাণ, উইটনেস, লজিক নিরপেক্ষ আইনের দৃষ্টিতে দেখেন বা পড়েন তবে আপনিও এই মহা খুনের যজ্ঞানুষ্ঠানের ফ্যান হয়ে যাবেন....

আমার ইচ্ছে আছে ভবিষ্যতে বাস্তব আদালতি অসঙ্গতিগুলো নিয়ে একটি সো হোস্ট করবো। যার টাইটেল হবে "কমেডি ডে উইথ আদালত ".......

'' হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির ।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281243
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৫
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
281246
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মজা পেলাম!!
কিন্তু যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের পরিবার মজা পাচ্ছেনা।
মিথ্যার উপর দারিয়ে আদালত বিচার সব।
281272
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৯
লজিকাল ভাইছা লিখেছেন : শতসহস্র বইয়ের মাঝে ইদানীং আর তেমন মজা পাইনা, এখন মজা পাই আদালতি কারবাই পড়ে।যে পরিমাণ কমিডির মঞ্চায়ন ঘটায় তা পড়ে একদিকে মন কাঁদে মাজলুমের জন্য অন্যদিকে অট্টহাসি তে পেট ফাটার উপক্রম হয়।ঠিক বলেছেন, আপনার সাথে এই মত। কিন্তু ঐ নিরাপরাধ মহান মানুষ গুলো ও তাদের অসহায় পরিবার গুলোর কথা মনে পড়লে, বুকের ভিতরটা চিন চিন করে , রাগে, ক্রদে, অস্থির হয়ে উঠি। আর বলি, হে আল্লাহ্‌ আর পারছিনা, আর কত দেখবো মুখ বুজে, এবার সাহায্য পাঠাও মজলুমের হেফাজত কর।
281316
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৪
আফরা লিখেছেন : লজিকাল ভাইছা লিখেছেন : শতসহস্র বইয়ের মাঝে ইদানীং আর তেমন মজা পাইনা, এখন মজা পাই আদালতি কারবাই পড়ে।যে পরিমাণ কমিডির মঞ্চায়ন ঘটায় তা পড়ে একদিকে মন কাঁদে মাজলুমের জন্য অন্যদিকে অট্টহাসি তে পেট ফাটার উপক্রম হয়।ঠিক বলেছেন, আপনার সাথে এই মত।

ধন্যবাদ ।
281418
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পৃথিবী থেকে তো সবাইকে একসময় চলে যেতেই হবে কিছুদিন আগে অর পিছে। তবে সেটা যদি শহিদী মৃত্যু হয় তাতে মন্দ কি? তারা যদি সত্যি সত্যি নিরপরাধ হয় তবে আল্লাহর কাছে ফরিয়াদ তাদের তুমি জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করো। আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File