অতৃপ্ত আত্বার প্রশান্তির খোজে বাইতুল মোকাররমের উত্তর গেট.....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৫ অক্টোবর, ২০১৪, ১০:৫৮:১৩ রাত
জন সমুদ্র কাকে বলে একবার পল্টনে দেখেছিলাম। হয়তো ২০০৬/৭ সালে কেন্দ্রীয় একটি প্রগ্রামে। তারপর থেকে আর আমার স্মৃতিতে তেমন ধরা পরেনি। কিন্তু আজকে বাইতুল মোকাররম এলাকায় যা দেখলাম তাতে আমার ছোট্ট মাথায় জনসমুদ্রের যে সঙ্গা ছিল তা আবার চেঞ্জ হয়ে গেল....
সকালেই ঢাকায় পা রেখে দৌড় দিলাম অপেক্ষারত প্রিয় ভাইদের কাছে। সারারাত ঘুম হয়নি তবুও কিসের টানে যেন সতেজ ছিলাম। যাইহোক প্রিয় নেতার টানে আমার থেকেও অনেক দূর থেকে যেসব ভাই এসেছেন তাদের সাথে মোলাকাত করলাম। সূদূর সৌদি, পাকিস্তান আর আফগানিস্তান থেকে পাচ ভাই এসেছেন কেবলমাত্র জানাযার অংশ নিতে। তারাও বাড়িতে যায়নি, ঢাকাতেই অবস্থান করছিল...
মামাতো ভাইয়ের বাসায় উঠিয়েছিলাম তেনাদের সবাইকে।গিয়ে দেখি সেখানে জনা চল্লিশেক ভাইব্রাদার। অধিকাংশই ভাইয়ার কলিগ, বন্ধু সাবেক ভাই।
যাইহোক গিয়েই আমার গেস্টদের সাথে প্রয়োজনীয় আলোচনা সেরে নিলাম।
যহরের খানিক আগে বাইতুল মোকাররমের পার্শ্ববর্তী একটি প্লাজায় গেলাম। সেখানে মোলাকাত হল রুস্তম ভাইয়ের সাথে। আযানের ঠিক সাথে সাথে বের হয়ে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লির পাহাড়.....
নামাজ শেষে শুনলাম বায়তুল মোকাররম মসজিদ ছাড়িয়ে পল্টন মোড় থেকে মতিঝিল পর্যন্ত গিয়ে ঠেকে এই সমুদ্রের জল গড়িয়েছে । অনেকে অবস্থান নেন ফকিরাপুলসহ আশপাশের অলিগলিতে। এছাড়া মসজিদের দক্ষিণ গেইটে নামাজে জানাজার কাতার জাতীয় স্টেডিয়ামের রাস্তার শেষ পর্যন্ত এবং দক্ষিণ দিকে আন্ডারগ্রাউন্ড মার্কেট ছাড়িয়ে যায়।এদিকের জনস্রোত গিয়ে থামে মহানগর নাট্যমঞ্চ পর্যন্ত....
সেখানে আমি অসুস্থ হয়ে পরেছিলাম। এত লোকের চাপে প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম। জানাজা শেষে দ্রুত ফিরতি পথে হাটা দিলাম। যাত্রাবাড়ীতে ফোন দিয়ে টিকিট কনফার্ম করে নিলাম কারন কাল হরতাল আজকের মধ্যে ব্যাক না করতে পারলে তওহীদী জনতার কাতারে দাড়ানো সম্ভব হবেনা...
ভাইদের সাথে নানা বিষয়াদির উপর আলাপচারীতা করলাম সেই দীর্ঘক্ষণ। আলোচনায় কেন্দ্রবিন্দুতে বারবার ফেসবুক ঢুকেছে....
যাইহোক আমি এখন ফিরতি পথে টাঙ্গাইলের অতিক্রম করতেছি......
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন