সেলফ কাট ইনজুরি নাকি হত্যার চেষ্টা করেছিল কেউ ?? খুনিদের আরাল করার জন্য পথের কাটা সরানোর স্কিম নয়তো ...??
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৫৯:৫৭ রাত
এবছরের সর্বশেষ হৃদয়স্পর্শী খবর ছিল নারায়ণগঞ্জের সপ্তখুন। ইতিহাস স্বাক্ষী, এমন নেক্কার জনক অশান্ত রক্তপিপাসু জানোয়ারদের বিভিষিকা বাংলার মানুষ আগে কখনও দেখেনি।
পত্রিকার পাতায় একটা নিউজ দেখে মাথার চুল গুলি দাড়িয়ে গেল। বিদ্রোহের সুরে বারবার উত্তর খুজতে চাইলো ঘটনাটি আসলে কি। নিউজটা ছিল 'সাত খুনের মামলার আসামি র্যাব সদস্য ব্লেড দিয়ে আত্বহত্যার চেষ্টা। '
সন্দেহের বীজ কেন গজাবেনা কন দেখি? গত ২৭ আগষ্ট র্যাব-১১-এর সদস্য ল্যান্সনায়েক বেলাল হোসেন কে গ্রেফতার করা হয়েছিল। তার বয়স ৪২ বছর। এ বয়সী মানুষ কিভাবে আত্বহত্যার চেষ্টা করে ? বেলাল কে যখন গ্রেফতার করার পর ২ সেপ্টেম্বর আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।ঘটনা সেখান থেকেই শুরু.....
আজ সকালে তাকে শ্বাসনালী কাটা অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি মধ্যরাতে নারায়ণগঞ্জ কারাগারে নিজের গলায় ব্লেড চালান বেলাল। আমার প্রশ্ন এখানেই ...
আসলেই কি সে নিজেই নিজের গলা কেটেছে নাকি তাকে মারার জন্য অন্য কেউ ব্লেড চালিয়েছে ? ধরে নিলাম সে আত্বহত্যা করেছে, কিন্তু সে যদি মরতেই চায় তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া উদ্দেশ্য কি ছিল.? এই স্বীকারোক্তি না দিয়ে তার আগেই নিজেকে মেরে ফেলতো।তার হাতে যথেষ্ট সুযোগ ছিল। অন্তরে অনুশোচনাবোধ যদি তার জেগে ওঠে তাহলেই কেবল সম্ভব এ জবানবন্দি দেওয়া। কিন্তু জাবানবন্দি দেওয়ার পরেই কেন তার মরার চেষ্টা ?? রায় যদি হয়ে যেত, ফাসি দিত, সেই দুঃখে নাহয় মরার চেষ্টা করতো। কিন্তু মাঝখানে বিনা কার্যাবলীতে কি এমন বিষাদনীলিমা হয়েছে যে তাকে আত্বহত্যা করার চেষ্টা করা লাগবে ? রায়ের পরেও তো করতে পারতো !
অনেক কারাগার ইতিহাস আছে যেখানে স্বাক্ষীকে আত্বহত্যা বা বিষ খাওয়ার নাটক খোদ জেলপতিরাই করেছে। স্পষ্টতই এখানে প্রশ্নবোধক চিন্হ আসতেছে। এবং সেই প্রশ্ন হচ্ছে, বেলালের পরিবার পরিজনের কয়জনকে গুলি করার কথা বলে আত্বহত্যা করতে বাধ্য করা হয়েছে ? কিংবা রাতের আধাঁরে কে ব্লেড দিয়ে তার গলা কেটেছে, কাকে বাছাইতে ? কে কে জড়িত এই মাহাহত্যানুষ্টানে? এর পেছনে খোদ প্রধানমন্ত্রী বা গোটা আওয়ামী সম্প্রদায়ের হাত নাইতো ?
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিডিআর বিদ্রোহের পরও এই ধরনের মৃত্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও প্রশ্ন উঠেছে। এখন আমরা শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি।
মন্তব্য করতে লগইন করুন