হে প্রভু নিজ হাতে একে দাও কালিমার বিজয়......
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১৪ জুলাই, ২০১৪, ০৬:০১:৩০ সন্ধ্যা
ছেলে বেলায় ধুলোয় ছবি আকতাম আর বলতাম এইটা আমার বউ, অইটা তোর বউ । খেলার সাথীরাও কবুল বলে মেনে নিত। তারপর চলত বউ নিয়ে ঘোড়াঘুড়ি। কাঠালপাতার টাকায় বউ কে নিয়ে ঘুড়তাম বাসের কুঞ্চির উপর বসে। গাড়ি নরুক আর না নরুক দোলাদুলি হত সিরাম ইস্টাইলে, ভাড়াও মাফ নাই। তখন গাড়িয়াল পেশাটা ছিল কঠিন ভাবসাবের ব্যাপার। গাড়িয়াল যদি কেউ হতে না দিত তবে খুবই লজ্জাবোধ হত। কারন আঁকিত বউয়ের সামনে পেস্টিযের আহামরি ক্ষয়ক্ষতি হয়ে যেত। পরিস্থিতি যখন মোটেও ভাল লাগতোনা তখন অপরের বিবিকে গুড়িয়ে লাথিয়ে ভেঙে দিতাম। মনের যত ক্ষোভ থাকতো সব যেন ঝেড়েঝুড়ে দিতাম সেই অবয়বের উপর।
ছেলেবেলার নাদানি কারবার গুলোর কথা প্রায়ই মনে হয় , কত অবুঝ ছিলাম তখন ! আবার প্রায়ই সেই ছেলেবেলার জগতে উঁকি দিতে মন ছটফট করে ক্ষোভে। মাঝে মাঝে আবার ইচ্ছেও জাগে সেই ছেলেবেলার মত যদি আবার নিজ হাতে এ সমাজের কলংকিত অধ্যায় গুলো মাটিতে আঁকা প্রতিচ্ছবি গুলোর মত গুড়িয়ে দিতে পারতাম ! তাহলে গুড়িয়ে দিতাম সব দুঃখ, দুর্দশার বায়োস্কোপ ! আবার ইচ্ছে মত গড়িতাম সমাজ সভ্যতা ! নিজ হাতে মজলুমের জন্য আঁকিতাম আদল !
কতইনা ভাল হত তাহলে, আল্লাহর কাছে প্রার্থনা, হে প্রভু নিজ হাতে একে দাও কালিমার বিজয়......
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন