পাকিস্তানের এক ভন্ড পীরকে একজন মাওলানার স্বরন কালের শ্রেষ্ঠ ধোলাই .....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১০ জুলাই, ২০১৪, ১১:৫৪:৪২ রাত
মাওলানা সাহেব পাকিস্তান গেছেন এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। সেই বন্ধুটি এক পীরের মুরিদ। তো মাওলানা কে নিয়ে গেল বন্ধুটি সেই পীরের দরবারে।
পীর সাহেবের দরবারে গিয়ে মাওলানা দেখলেন বিশাল এক চেয়ার স্টেজের মাঝে রাখা। কেউ বসা নাই সেই রাজকীয় চেয়ারে। অথচ সেই চেয়ারকে কেন্দ্র করে চলছে নানা ঝাকুনি কুতুনি (তথাকথিত জিকির) ।
দুই বন্ধু ঘোড়াঘুড়ি করতে করতে একসময় পীর সাহেবের সাথে কথা বলতে গেল। পরিচয় পর্ব শেষে মাওলানা ভন্ড পীর কে জিজ্ঞেস করলো, জনাব ইয়ে কুরছি কিসকে লিয়ে রাখা হুয়া হে? ( জনাব এই চেয়ারটা কার জন্য রাখা? )। ভন্ড পীর বললো, আপ জানতে নেহি হে? এহাপার সারকার (সাঃ) আয়ে হুয়ে হে! ( আপনি জানেন নাহ? এখানে রাসুলুল্লাহ (সাঃ) এসেছেন বসেছেন! ) মাওলানা সাহেব কঠিন তাজ্জব ও মনঃক্ষুন্ন হলেও উত্তেজিত না হয়ে জওয়াব দেওয়ার রাস্তা খুজতে লাগলেন।
একটু পর নামাজের ওয়াক্ত হল। ভন্ডপীর সাহেব মাওলানার সামনে নামাজ পড়াতে ইতস্তত করলেন এবং মাওলানা কে এগিয়ে যেতে বললেন। মাওলানা সুযোগ পেয়ে গেল ভন্ডামীর জওয়াব দেওয়ার জন্য।
মাওলানা বললেন, ইসলামী হিস্ট্রিমে যাহাপার রাসুলুল্লাহ (সাঃ) থে ওহাপার হামেশাই রাসুলুল্লাহ (সাঃ) খুদি ইমামাতি কিয়া। অর কিসিনে হিম্মাত নাহি কিয়া পারহানে। আগার আপকি বুলানে পে সারকার আয়ে হে তো উনকো বিনতি কিযিয়ে। (ইসলামী ইতিহাস বলে যেখানেই রাসুলুল্লাহ (সাঃ) ছিল সেখানেই তিনি নিজেই ইমামতি করেছেন। কেউই পরাইতে ইচ্ছে পোষন করেনি। যদি আপনার ডাকে রাসুলুল্লাহ (সাঃ) এসে থাকে তবে তেনাকে অনুরোধ করেন।
ভন্ডপীর চুপ হয়ে গেল। মুখ দিয়ে আর কথা বলা বেরুল না। না পারে রাসুলুল্লাহ (সাঃ) কে ডাকার নামে মানুষকে ভুজুং ভাজুং বুঝাইতে না পারে মাওলানা কে অনুরোধ করতে।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ভাবেই এইসব চাপাবাজ দের হাত থেকে ইসলামকে মুক্ত করতে হবে।
মন্তব্য করতে লগইন করুন