ব্যস্ততম একটি দিন with Siyam & John Cena

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৬ জুন, ২০১৪, ০৪:১০:৩২ রাত

জীবনে কত যে প্রশ্নের সম্মুখীন হই তার ইয়ত্তা নাই । উত্তর বিহীন কাউকেই ফেরত দেইনা, কোননা কোন উত্তর দেই। কিন্তু আমাকে প্রশ্ন করে কঠিন বিরম্বনায়া ফেলে দেয় আমার খালাতো পিচ্চি ভাই । ওর কাছে যথেষ্ট হেনস্ত হই ।

ওর নাম সিয়াম। আজকের সারাদিন প্রশ্নের বানে জর্জরিত ছিলাম। ওর খাৎনা করানো হবে তাই ওদের বাড়িতে গেলাম । খালা বললো পুচকিটারে লুংগি পড়ানো যাচ্ছে না , কিছুতেই পড়েনা ।

লুংগি পড়ার একটা অভ্যাস করানোর চেষ্টা শুরু করলাম। নিজেও একটা পরে নিলাম । তারপর অর সামনে গিয়ে লুংগি পরে যত ইস্টাইল মারা যায় তা একে একে শুরু করলাম । আর চোখে দেখলাম বাহ সেও ইচ্ছুক পরতে কিন্তু লজ্জা পাচ্ছে। আরও কিছুক্ষন ক্যাটওয়াক করেও তার কাছ থেকে আবদার পেলাম না। নিজেই গিয়ে লুংগির উপকারিতা বর্ননা করলাম, তারপর বললাম তুই নাকি ছেলে মানুষ, জন সিনহার মত ফাইট করিস, কিন্তু জন সিনহার মত লুংগি পড়িসনা কেন ?

ব্যস টোপ গিলেছে। ফকফকা একটা Atm বাটিক লুংকি দিলাম হাতে। কইলাম পর। লুংগি লইয়া দৌড় । দুই মিনিট পর,যেনতেন একটা গিট্টু দিয়া সামনে এলো। তারপর আমি ধরে প্রাক্টিক্যালি দেখাইলাম।

এরপর যহরের সময় ময়দান মসজিদে নামাজ পড়তে গেলাম ওরে নিয়ে। উযু করার সময় লুংগি খুইলা গেছে। ব্যস মোষের মত ক্ষেপে গেল। বেছারার ইজ্জত লুটপাট হওয়ায় আমি কিঞ্চিত সহমর্মিতা প্রদর্শন করিলাম।

নামাজ শেষে বিলের ধার দিয়ে আসতেছি, অমনি প্রশ্ন শুরু...

সিয়াম - আম্মু বলছে লুংগি পরাইতে তাইনা ?

জ্যাস - জন সিনহার বাড়ি যাবি ?

সিয়াম - সবাই দেখে ফেলছে।

জ্যাস - কি?

সিয়াম - লুংগি খুললো না তখন।

জ্যাস - জন সিনহার ও হয়তো খুলেছে কোন একদিন।ছোট বেলায় নিশ্চয়ই খুলে গেছিল।

[ কিছুটা চুপ হয়ে গেল, প্রিয় ফাইটার যেহেতু এরূপ ঘটাইতে পারে তবে সেও পারে- এমন একটি চিন্তা ঢুকেছে মাথায় ]

কিছুক্ষণ পর....

সিয়াম : লুংগিতে চেন নাই কেন ?

জ্যাস : চেনের দরকার নাইতো, একটু উপরে ভাসাইলেইতো কাম সারা যায়।

সিয়াম : তখন আমি চেন খুজতে গিয়ে খুলে ফেলেছিলাম।

জ্যাস : Surprised জিনিয়াস পোলা হবি ভবিষ্যতে, লুংগি পরে এগিয়ে যা..

সিয়াম : (একটু লাজুক হয়ে) অই যে বিলে জেলে যেভাবে লুংগি পড়েছে ওভারে পরাই দেও

জ্যাস : তাকায় দেখি নেংটি বেধেছে মানুষ টা। বললাম দেখ ভাই ওভাবে বাধা যায়না। অনেক বড় পাপ হবে। হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ।

[ আরেকটু দুরে ধানের চারা পরিচর্যা করতেছিল আরেক লোক, সে লুংগি কাছকুট্টি করেছিল ]

সিয়াম : এরকম পরা যায়না ?

জ্যাস : না পরাই উত্তম। জন সিনহা পরেছিল কি না তা জানি না কিন্তু Winking

[ বাসায় ঢুকলাম, গেটের সামনে এম্বুলেন্স মশাই রেডি আছে । সবাই কানাকানি শুরু করেছে। ফিসফিসানিতে সিয়াম বুইঝা গেছে যে টপিক তার লুংগি এবং তাকে কোথাও নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি রচিত হচ্ছে। খালার অর জন্য বড় বড় টাওয়েল, গামছা, ও নানা জিনিস গাড়িতে তুলে দিল। পারিবারিক ক্লিনিক তো তাই সবকিছু নিজে নিজে অপারেট করা হচ্ছে। ]

খেতে বসে....

সিয়াম : ভাইয়া কই যাবো আমরা ?

জ্যাস : জন সিনহার বাড়িতো খুব বেশী দুর না, তাইনা ? Winking

[ সে ভাবছে সবাই জন সিনহার বাড়িতে যাবে... :P ]

দুটা মাক্রোতে ঠুসে ঠুসে সাবাই উঠে রংপুরের দিকে ....

মেডিকেল মোড়...

সিয়াম : ভাইয়া আর কত দুর ?

জ্যাস : জন সিনহাতো সন্ধ্যায় বের হয় ।

সিয়াম : এখানে?

জ্যাস : হুম, প্রায়ই দেখা যায়তো।চুপ যা।

সিয়াম : ভাইয়া খালি আমরা দুইজন এলেই ভাল হত। আব্বু আম্মুতো দেখা করতে দিবেনা। আমরা চুপিচুপি সবাইকে রেখে দেখতে যাবো।

জ্যাস : আচ্ছা ভেবে দেখি...

[অপারেশন শেষে, আমাকে ডাকাডাকি চলছে। সবাই অবাক ভাইয়া, ভাইয়া করে জান হালাক করে দিচ্ছে। আমিতো মনে মনে চিন্তায় পরে গেলাম। সাথে সাথে ফোনে YouTube ঢুকে একটা ভিডিও লোডে দিলাম। ভেতরে গেলাম। ভেতরে একটা টিভিও আছে। সিয়ামের দিকে না তাকিয়ে রিমোট নিয়ে চ্যানেল খোজা শুরু করলাম। কিন্তু পাচ্ছিলাম না কোন রেসলিং। অফ করে অর দিকে গেলাম। এক্কেবারে অর কানের কাছে গেলাম।

অর কথা বলার আগেই আমি কইলাম যাবিনা ?

সিয়াম : আমার নুনু কেটে দিছে। কিভাবে যাবো?

জ্যাস : তরে দিয়ে কিচ্ছু হয়না..যাওয়ার সময় এটা কেটে ফেললি ? :v :v এভাবে গেলে মন খারাপ করবে। তার চেয়ে নুনু ঠিক হোক তারপরে যাবো।

সিয়াম : মন মরা হয়ে গেল...

আমারো খারাপ লাগলো। মোবাইল বের করে দেখি 3G ভালই স্পিডি চিজ। লোড হওয়া সো টা ওরে দেখাইলাম এই বলে ....

" অই আমি YouTube গেছিলাম। সেখানে খুজে বের করলাম সিনহারে। তাকে ভিডিও করা একটা ভিডিও আছে। দেখবি ? "...... তারপর দেখে মন ভাল হল........

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File