আমাদের দেশে দুটা স্টক বাজার আছে, DSE & CSE ! আগামীতে আসছে GSE যার পূর্ণ রূপ হচ্ছে Gum Stock Exchange
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৬ মে, ২০১৪, ০১:৫৩:১৭ দুপুর
নিউজ প্রেজেন্টারদের নতুন টাইপের আলাদা নিউজ পড়ার প্রিপারেশন বা মানুষিকতা নিতে অনুরোধ করা যাচ্ছে ......
আগে আপনারা পড়তেন রাজনীতি, তারপর অর্থনীতি, তারপর আন্তর্জাতিক, তারপর কৃষি, তারপর খেলাধুলা ! কিন্তু ইদানিং আরেকটি টাইপের জন্য রেসপন্সর খুব উৎসাহী হয়েছে ! আর সেটা হচ্ছে গুমনীতির বাজার ! যেটা সেয়ার বাজারের মতোই প্রেজেন্ট করা হবে ! যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এটা নিশ্চিত এর বাজার চাঙ্গা । এতে সেয়ার বাজারে মত অনিশ্চয়তা নাই। সামান্য কিছু ইনভেস্ট করেই যেমন : দা, কুড়াল, চাপাতি, বস্তা,রশি প্রভৃতি দ্বারা লক্ষ্য লক্ষ্য আয় করা যাচ্ছে ! তাই এ অপহরণ আর মনে হয়না থামবে......
রেসপনসর উৎসাহী কেন....?
মার্কেটিং এর প্রধান দিক হল মার্কেট ধরা । পন্য ভিম্ন ভিন্ন ভাবে অধিক আকৃষ্ট করার জন্য বিশেষ মাধ্যম, উপকরণ দ্বারা প্রেজেন্ট করা ! স্বভাবতই মানুষের মনে বেশী দাগ কাটে মানুবিক নানা ঘাতপ্রতিঘাত। সেন্স সহজেই ডাইভার্ট বা আকৃষ্ট হয় নানা ট্রাজেডির মাধ্যমে । সুতরাং রোজই যে হারে গুম হচ্ছে তাতে অনতিবিলম্বে বা অলরেডি কিছু কোম্পানি শুরু করতে যাচ্ছে রেসপন্স হবার জন্য !
আমাদের দেশে দুটা স্টক বাজার আছে, DSE & CSE ! আগামীতে আসছে GSE যার পূর্ণ রূপ হচ্ছে Gum Stock Exchange
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন