একটি জামায়াতকে নিষিদ্ধ করে কি হবে, হাজার জামায়াত জন্ম নিবে...

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৬ মার্চ, ২০১৪, ১২:৩৯:৫৪ রাত

একটি জামায়াতকে নিষিদ্ধ করে কি হবে, হাজার জামায়াত জন্ম নিবে...

কিন্তু কিথা হল অন্যান্য ইসলামী দলের ভূমিকা কি হবে...? তাদের কর্মসূচি কি আসবে...? এটা কার বিজয় ...? এর সুফল কুফল কাদের আসবে ...? এটা কিসের লক্ষণ ....?

আসুন সোজাসাপটা কিছু হিসাব নিকাশ করি.....

ধরে নেন জামায়াত নিষিদ্ধ হল.!

বিষয়টি এমন মূর্তিমান হবে যে, বাঘ যখন কোনো পশুর ওপর আক্রমণ করে তখন সে সবার আগে আক্রমণ করে ঘাড়ের ওপর। কারণ হচ্ছে, আগে ঘাড় মটকে দিতে পারলে যতবড় পশুই হোক না কেন তাকে ঘায়েল করা সহজ হবে।

এখন জামায়াত নিষিদ্ধ হওয়ার কারণে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামী দল খুশি হয়েছে তাদের জন্য দুঃখ অপেক্ষা করছে সবচেয়ে বেশী।কারণ একটি ইসলামী দল তথা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামে যখন অন্যান্য ইসলামী দল গুলো মাথাচাড়া দিয়ে এগিয়ে আসবে তারাও বাধাগ্রস্ত হবে। ইমানের নূন্যতম দাবি থেকে কিংবা নৈতিক ইসলামিক মানব-অধিকারের জন্যও যদি আন্দোলন করা হয় তবুও তাদেরকে একই ভাবে নিঃশব্দে নিস্তেজ করে দেবে বাতিল রাম বামরা। জামায়াতকে শেষে বাকি ইসলামী দলগুলোকে খতম করতে মোটেও সময় নিবে না।

মিস্টার জাপানি ডিম্বাণু তো বলেই দিয়েছে " জামায়াতকে নিধন করার পর বাকি আগাছাদের নিধন করবে। "

তার ভাষায়, বাকি আগাছা কারা?

তারা নিশ্চয়ই আওয়ামী লীগ, জাসদ, বাসদ নয়। বামপন্থী দলগুলো বাদ দিলে আগাছা বলতে কাকে বোঝায়?

বোধসম্পন্ন মানুষের না বোঝার কথা নয় যে এটা সুস্পষ্ট জুডিশিয়াল দল কিলিং। এসবই হচ্ছে সহজ সমীকরণ।এবার দলগুলোর কি কর্মসূচি নিবে এ ব্যাপারে, কাকে ফায়দামান করবে, কাদের কাজ সহজ করবে, কাদের বিজয় এনে দেবে সেটাই দেখার অপেক্ষা।

আমার ক্ষুদ্র জ্ঞান বলে নিজের পায়ের কুড়াল না মেড়ে দলগুলোর উচিত সব পা এক করে শত্রুদের পাশ্চাতে জোরে আঘাত করা।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198006
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৫০
ভিশু লিখেছেন : ভালো বলেছেন...Happy Good Luck
198017
২৬ মার্চ ২০১৪ রাত ০১:০২
শেখের পোলা লিখেছেন : বাঘ আগে ঘাড় মটকায়, কি দারুন উপমা৷ এর পর যারা থাকবে তাতে প্রান থাকবেনা৷
198046
২৬ মার্চ ২০১৪ রাত ০২:১৩
বুঝিনা লিখেছেন : বাঘ যখন কোনো পশুর ওপর আক্রমণ করে তখন সে সবার আগে আক্রমণ করে ঘাড়ের ওপর। কারণ হচ্ছে, আগে ঘাড় মটকে দিতে পারলে যতবড় পশুই হোক না কেন তাকে ঘায়েল করা সহজ হবে। Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File