শাহাদাতের তীব্র আকাক্সক্ষা প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিরই কিন্তু সকলেই কি সে সৌভাগ্য লাভ করতে পারে?

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২২ মার্চ, ২০১৪, ০৩:১৭:০৩ রাত

সুরভি ছড়ানোর আগেই যে ফুল ঝরে যায়, নীল আকাশের সাদা মেঘের ভেলার সাথে বিস্তৃত ডানা মেলে উড়ার আগেই যে পাখি প্রাণ হারায়, হয়তো ফুল ও পাখি হিসেবে তারা সার্থক কিন্তু আমরা বঞ্চিত হই ফুলের সেই মিষ্টি সৌরভ আর পাখা মেলে আকাশে উড়ে বেড়ানো পাখির সেই নয়নাভিরাম মনোরম দৃশ্য থেকে।

দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা ছাত্রশিবিরের যাত্রালগ্ন থেকে এ পর্যন্ত বাতিলদের আঘাতে আমরা হারিয়েছি এ রকম দুই শতাধিক ফুল আর পাখিকে, যারা তাদের সৌরভ থেকে আমাদের বঞ্চিত করে চলে গেছেন মহান প্রভুর কাছে না ফেরার দেশে।

তাদের আমরা ফিরে পাবো না আর কোনো দিন কিন্তু আমাদের হৃদয়ের সবটুকু জুড়ে তারা থাকবেন চিরকাল, প্রেরণার আলোকবর্তিকা হয়ে তারা পথ দেখাবেন আর হতাশার মাঝে জাগাবেন নতুন আশা।

শাহাদাতের তীব্র আকাক্সক্ষা প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিরই কিন্তু সকলেই কি সে সৌভাগ্য লাভ করতে পারে?

আহা, কতই না সৌভাগ্যবান তারা যারা তাদের জীবনের সেই চাওয়াকে পূর্ণ করতে পেরেছেন।

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File