বাবা মুখে : দাঈ এর পরিচয় ...
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২১ মার্চ, ২০১৪, ১২:৫৩:৫৫ রাত
ইসলামী আন্দোলনের জন্য আমার গোটা পরিবারের প্রত্যেক সদস্য নিবেদিত প্রান। আমার বাবা প্রায়ই দ্বীনের দাঈ এর আখলাক নিয়ে আমাদের ভাইবোনদের সাথে আলোচনা করেন। তিনি যেসকল বিষয় বেশী বেশী তুলে ধরেন তা নিচে তুলে ধরলাম ......
একজন দাঈর মূল ঘোষণা হলো আল্লাহু আকবার,সার্বভৌমত্ব কেবলমাত্র তারই চলবে। তাদের ভেতর ও বাইর হবে পবিত্র।দাঈরা হবে মুখলিস ও মুত্তাকি। শিরকের সাথে কোন প্রকার আপস চলবে না ও করবে না।
দাঈদের পথ এমন হয়, যে পথের প্রতিটি পদে রয়েছে জুলুম-নির্যাতনের অপরিহার্যতা, আর সেখানে ধৈর্যই
একমাত্র অবলম্বন। যত কঠিন সিদ্ধান্ত হোক তা মেনে নিতে হবে আর দাঁড়াতে হবে কোমর সোজা করে ।
দাঈ হচ্ছে মুবাল্লিগ মাত্র। হেদায়াত সম্পূর্ণ আল্লাহ তায়ালার হাতে। তাই দাওয়াত চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। দাওয়াতে ইলাহির কোন বিকল্প নাই। এর বিনিময় আল্লাহ অবশ্যই উত্তম যাযা দেবেন।
সুতরাং আমাদের প্রত্যেক ভাইদের প্রকৃত দাঈ হওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে। এ পথ অনেক কঠিন তবে হিম্মত হারালে চলবেনা। আল্লাহ সুবহানাহুতায়ালা অবশ্যই কবুল করবেন। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন ........!!!!!
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা।
আল্লাহ্ পাক আমাদের পিতা-মাতাকে জান্নাত দান করুন। আ-মী-ন।
মন্তব্য করতে লগইন করুন