ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করতে হলে মানুষের মেজাজ বুঝে দাওয়াতি কাজ করতে হবে এবং বুদ্ধিবৃত্তিক অনেক কৌশল অবলম্বন করতে হবে....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১৩ মার্চ, ২০১৪, ০৮:৫৫:১৯ রাত

ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করতে হলে মানুষের মেজাজ বুঝে দাওয়াতি কাজ করতে হবে এবং বুদ্ধিবৃত্তিক অনেক কৌশল অবলম্বন করতে হবে।

জ্ঞানের ক্ষেত্রে একজন দায়ীর/দাওয়াত দানকারীর যোগ্যতা যা যা থাকা উত্তম :

কুরআন ও তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমুল ফিকহ, সিরাতুন্নবী (সা), ইলমুত তাওহিদ ও আকায়েদের জ্ঞান, দাওয়াহ বিষয়ে জ্ঞান, ইসলামী ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান, ইতিহাসের জ্ঞান।

চারিত্রিক যোগ্যতা :

উত্তম আদর্শ, সত্যনিষ্ঠ, আমানতদার, সহনশীলতা ও কোমলতা, বিনয়ী ও সহানুভূতিশীল হওয়া, বীরত্ব, ধীর-স্থিরতা, দানশীলতা ও বদান্যতা, মিষ্টভাষী ও হাসিমুখ চেহারা, মানবসেবা ও তাদের প্রয়োজনে এগিয়ে আসা, মানুষকে যথার্থ মর্যাদা প্রদান, উত্তম আচরণ, দাওয়াতের ক্ষেত্রে সহজনীতি গ্রহণ করা, মজলুম মানুষের পাশে দাঁড়ানো , ধৈর্য...

আমাদের মাঝে উক্ত যোগ্যতা অর্জনের জন্য সদা প্রস্তুত থাকতে......... যুগোপযোগী পদ্ধতি অবলম্বন করতে হবে ...পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী কাজ করলে আল্লাহ সুবহানাহুতায়ালা দ্রুত কামিয়াবি দান করবেন .........

আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বীন প্রতিষ্ঠার শ্রমকে কবুল করুক ......

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191890
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:০৪
হতভাগা লিখেছেন : এখন তো মানুষ এ.আর.রহমান আর আকনের কনসার্ট দেখছে - এদেরকে কিভাবে দাওয়াত দিবেন ?
১৩ মার্চ ২০১৪ রাত ১১:১৭
142813
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : এদের দাওয়াত যদি আপনার দিতে ইচ্ছে হয় তবে টার্গেট করে দিন .....!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File