কত শহীদ রক্ত দিলো তবু কেন তোমার বিবেক কথা বলে না?

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৭ মার্চ, ২০১৪, ১১:১২:৩১ রাত

৩ দিন পর ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস ......

আজ বাংলাদেশের শিক্ষাঙ্গন সমূহ বন্দী হয়ে পড়েছে একদল অপশাসক ও সন্ত্রাসী ছাত্র নেতৃত্বের হাতে। অছাত্র আদুভাই তথাকথিত নেতারা ছাত্র-ছাত্রীদের সামনে কোনো ভালো কাজের উদাহরণ পেশ করতে পারছে না, বরং এরা হচ্ছে মেধাবী ও ভালা ছাত্র ছাত্রীদের চোখে বিভীষিকা।

এখনই আমাদের বিবেককে জাগ্রত করার সময়। চুপটি করে বসে থাকলে চলবে না। শহীদ দিবসের চেতনায় শাণিত হওয়ার এটাই সময়। হয় আমরা আল্লাহর পথে লড়াই করতে করতে শাহাদাতের অমিয় সুধা পান করবো না হয় আমাদের পদভারে শহীদদের রক্তে রঞ্জিত মোতিহার চত্বরসহ সারা দেশের সকল ক্যাম্পাসে কলেমার পতাকা পত পত করে উড়বে।

যতদিন ১১ই মার্চ আসবে ততদিন শহীদ দিবস আমাদের চেতনাকে শাণিত করবে। আসুন আমরা শাহাদাতের জজবায় উদ্বুদ্ধ আলোকিত মানুষের পক্ষ নিই, হত্যা, সন্ত্রাস ও খুনের রাজনীতিকে প্রত্যাহার করি। শোককে শক্তিতে রূপান্তরিত করার মধ্যে দিয়ে দ্বীনের বিজয়ের পথে এগিয়ে যাই।

আমাদের শহীদ দিবসের ইতিহাস ইন্সাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো ....!!!!

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188637
০৭ মার্চ ২০১৪ রাত ১১:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
188641
০৭ মার্চ ২০১৪ রাত ১১:৫১
সায়িদ মাহমুদ লিখেছেন : অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনই সম অপরাধী।
বিড়ালের মতো বাচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেছে থোকা শ্রেয়।
এই ধরনের মহান বাণি আদর্শ যারা প্রচার করে কিন্তু নিজেরা তার সিকি ভাগও মানেন না
তাদের এইসব আবেগী কতাবার্তা আমলে নেওয়া কথটা যুক্তি যুক্ত?

০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
140028
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : মায়ের কাছে মাসির গল্প করা অনুচিত ...

সিকি পরিমাণ যদি না তাহলে ২০৯ জন শাহাদাত এমনি আসেনি এই দ্বীনের পথে .....!!!!
188740
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:২১
সজল আহমেদ লিখেছেন : আচ্ছা তুলে ধৈরেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File