অসত্যের আশ্রয় গ্রহণ, অসত্য কথা বলা, মিথ্যাচার করা কবিরা গোনাহ বা মহাপাপ.....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৪ মার্চ, ২০১৪, ১১:২৮:৫২ রাত

অসত্যের আশ্রয় গ্রহণ, অসত্য কথা বলা, মিথ্যাচার করা কবিরা গোনাহ বা মহাপাপ। সত্য হচ্ছে আলো.আর মিথ্যা হচ্ছে অন্ধকার।

মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লা'নত বর্ষিত হয়। কুরআন মজীদে ইরশাদ হয়েছে : লা'নাতাল্লাহি 'আলাল কাযিবীন_ মিথ্যাবাদীদের ওপর বর্ষে আল্লাহর লা'নত।

(সূরা আল ইমরান : আয়াত ৬১)

মিথ্যা কল্পনাপ্রসূত, অবাস্তব এবং বানোয়াট। ফলে মিথ্যার কোনো শেকড় থাকার সম্ভাবনাই থাকে না, অথচ মিথ্যার আশ্রয়ে একশ্রেণীর মানুষ স্বার্থ হাসিল করতে সচেষ্ট হয়, সে বুঝে ওঠে না যে, সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে নিজেকে অন্ধত্বের মধ্যে নিমজ্জিত করছে।

রাসূলুল্লাহ সাল্লালাহ আলায়ইহি ওয়া সাল্লাম এর মওফুমে আমরা পাই....

তোমাদের জন্য সত্য কথা বলা অবশ্য কর্তব্য, কেননা সত্য কথা তোমাদের সৎকর্মের পথ দেখিয়ে দেবে এবং সৎকর্ম তোমাদের জান্নাতের পথ দেখিয়ে দেবে। যদি কোন ব্যক্তি সদা সর্বদা সত্যকথা বলে এবং সত্যকথা বলার চেষ্টা করতে থাকে, তাহলে তার নাম আল্লাহর নিকট সিদ্দীক বলে লিখিত হয়ে থাকে। মিথ্যাকথা হতে বিরত থাকা তোমাদের জন্য অবশ্য কর্তব্য, কেননা মিথ্যা কথা তোমাদের অসৎ কর্মের দিকে পথ দেখিয়ে দেবে এবং অসৎকর্ম তোমাদের জাহান্নামের দিকে পথ দেখিয়ে দেবে। যদি কোন ব্যক্তি সদাসর্বদা মিথ্যাকথা বলে এবং মিথ্যাকথা বলার চেষ্টা করতে থাকে, তাহলে আল্লাহর নিকট তার নাম কায্যাব বলে লিখিত হয়ে থাকে।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186937
০৫ মার্চ ২০১৪ রাত ০১:৪৫
সজল আহমেদ লিখেছেন : ইয়া আল্লাহ ক্ষমা করুন মোদের।
187004
০৫ মার্চ ২০১৪ সকাল ০৬:০৭
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : আমিন ...আল্লাহুম্মা আমিন ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File