একটি সংগঠনকে আদর্শ সংগঠন বলা যায় কখন ...?
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০১ মার্চ, ২০১৪, ১২:০৫:২৩ রাত
একটি সংগঠনকে তখনই আদর্শ সংগঠন বলা যায়, যখন ওই সংগঠনটির উপশাখা থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ সচল থাকে।যার ফলে পুরো সংগঠনটি একটি মেশিনের মত ভূমিকা পালন করবে। যেখানে পরিচালকের পরিকল্পনা ও ইচ্ছামাফিক প্রয়োজনীয় ফলাফল অর্জন করা সম্ভব।
কিন্তু যদি একটি মেশিনের বড় বড় পার্টসগুলো সচল থাকে আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কাজ না করে তাহলে যেমনি মেশিনের প্যাডেল ঘুরিয়ে ক্লান্ত হওয়া যাবে, ইঞ্জিনটি দিয়ে কাজ হাসিল তো দূরের কথা চালুই করা যাবে না।
তেমনি সংগঠনের শুধু উপরের অংশ সচল থাকলে আর প্রাথমিক স্তর তথা উপশাখাসমূহ অচল হলে, কিছু সময় পর্যন্ত তৎপর থাকা যাবে-এরপর আর হালে পানি মিলবে না।
এ জন্য পরিস্থিতি যাই হোক সবচাইতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তর উপশাখাকে সক্রিয় থাকতে হবে এবং সক্রিয় রাখতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ ব্যাপারে অনেক সচেষ্ট এবং এগিয়ে। সাড়া বাংলায় হাজার হাজার উপ শাখা বিদ্যমান।
তবুও আমাদের টার্গেট প্রতি ঘড়ে ঘড়ে ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি করা। ২০৯ জন শাহাদাতের গুরু দায়িত্ব যে আমাদের কাধেঁ ...!!!
মহান রাব্বুল আলামিন আমাদেরকে শহীদদের রেখে যাওয়া দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দেয়ার তৌফিক দিন। আমিন।
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন