রোম সম্রাটকে লিখিত হযরত নবী করীম (সা)-এর পত্র....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪১:১০ রাত

হৃতরাজ্য পুনরুদ্ধার এবং শত্রুর ওপর অকল্পনীয় বিজয় লাভ করার আনন্দে উদ্বেলিত হিরাক্লিয়াস বাইতুল মোকাদ্দাস জিয়ারত করতে এসেছিলেন। ঠিক এ সময়টিতেই হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দূত দেহইয়া বিন খলিফা কালবী (রা) হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পত্রসহ বাইতুল মোকাদ্দাস পৌছেন।

ভরা দরবারে হযরত দেহইয়া বিন খলিফা কালবি (রা) প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পত্রটি সম্রাটের হাতে অর্পণ করেন। পত্রের বিষয়বস্তু ছিল নিম্নরূপ :

বিসমিল্লাহির রাহমানির রাহিম!

আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের বরাবর। ন্যায়পথের অনুসারীগণের প্রতি সালাম। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি শান্তি লাভ করতে চান তবে ইসলামে দীক্ষিত হোন। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, তবে আল্লাহতায়ালা আপনাকে দ্বিগুণ প্রতিফল দেবেন। আর যদি প্রত্যাখ্যান করেন তবে আপনার সকল প্রজাসাধারণের ভ্রষ্টতার দায়ও আপনার ওপরই পতিত হবে। হে আহলে কিতাবগুণ! বিতর্কিত সকল বিষয় স্থগিত রেখে এস আমরা এমন একটি বিষয়ে ঐকমত্যে পৌছি যে বিষয়ে তোমাদের এবং আমাদের মধ্য কোনো মতপার্থক্য নেই। আর তা হচ্ছে, আমরা এক আল্লাহ ছাড়া আর কারও এবাদত করব না। অন্য কোনো কিছুকেই তাঁর শরিক সাব্যস্ত করবো না। আল্লাহ ছাড়া কাউকেই আমাদের উপাস্য রূপে গ্রহণ করবো না। যদি এ বিষয়গুলো আপনি অস্বীকার করেন তবে শুনে রাখুন যে, সর্বাবস্থায়ই আমরা আল্লাহর একত্বের বিশ্বাসে অটল থাকবো।

মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184205
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
184209
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
184227
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩২
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো।
184259
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ দ্বীতিয় বার পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
184303
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : তার পরে কি ঘটেছিলো সেটাও সাথে থাকলে ভালো হত।
184310
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০৫
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
184331
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫২
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : প্রতিটি মুসলমানের জন্য রত্নস্বরুপ । ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File