সুন্নীরা যেসব সওয়াবের কাজে লিপ্ত-
লিখেছেন লিখেছেন সময়ের কন্ঠ ২৩ জুলাই, ২০১৫, ০৮:১৫:৫৩ রাত
আগেই বলে নিই, আমি শিয়া সুন্নী কোন মতবাদেই বিশ্বাসী নই। আমার দৃঢ় বিশ্বাস কোন মুসলমানই এসবে বিশ্বাসী নন। সুদুর অতীত থেকে মুসলমানদের অশিক্ষা, কুশিক্ষার সুযোগে সৌদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যের রাজা-বাদশারা তাদের গদি বাঁচানো তাগিদে এসব ফেরকার সৃষ্টি করেছে, লালন করেছে এবং এখনো করছে-এটাই আসল ইতিহাস। পশ্চিমারা তাদের ম্বার্থেই তাতে ডুগডুগি বাজিয়েছে এবং এখনো বাজাচ্ছে। সে যাক।
সুন্নীরা সওয়াবের নিয়তে ইদানিংকালে যেসব ভাল কাজ করছে এখানে তার কিঞ্চিত তুলে ধরা হলো।
১। মসজিদে বোমা মেরে শিয়াদের খতম করা। (কেননা তাদের ধারনা শিয়ারা অমুসলিম। মসজিদে মারলেই বেশী সওয়াব। সম্প্রতি সৌদি আরবেও সেই মহান কাজটির শুভ উদ্ভোধন হয়েছে)
২। আই,এস-এ যোগ দেয়া। (আই,এস যেহেতু সুন্নী, কাজেই এখানে যোগ দিয়ে শিয়াদের শেষ করাই তাদের মুল লক্ষ্য)
৩। শিয়াদের অমুসলিম ঘোষনার জন্যে পৃথিবীব্যাপি কোটি কোটি টাকা খরচ করা।
(চলবে)
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিয়া মিলিশিয়ার সাথে বাগদাদে থাকা দরকার
অথচ আমাদের কালেমাতে তো আল্লাহই একমাত্র উপাস্য এবং তিনি ছাড়া আর কোন ইলাহ নেই বলা আছে , এবং সাথে এও বলা আছে যে মু'হাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল ।
ইসলামের এই প্রথম বুনিয়াদ না মেনে কি শিয়ারা নিজেদের মুসলমান বলে দাবী করতে পারবে?
এরা আজানেও বিকৃতি করতে ছারেনি
হতভাগা ভাই 'শিয়ারা নাকি' বলে যা কিছু বললেন - তাতে আমি অবাক হয়েছি। একবিংশ শতাব্দীতে আপনার মত অমন প্রজ্ঞা নিয়ে লিখালিখিতে নিয়োজিত একজন ভাই 'নিজে থেকে নূন্যতম নেট এ শিয়া বিলিফ লিখে একটুও খোঁজাখুজি না করে - প্রশ্ন করলেন 'ইসলামের এই প্রথম বুনিয়াদ না মেনে কি শিয়ারা নিজেদের মুসলমান বলে দাবী করতে পারবে'?
অথচ বেসিক জ্ঞানে আমরা জানি কালেমা এক্সেপ্ট না করা কেউ মুসলমান ই নয় এবং তারা মক্কা মদীনায় ব্যান্ড।
ব্যাক্তিগতভাবে যে কেউ এ নিয়ে ইনভেস্টিগেশান করবে, ক্রিটিক্যালী চিন্তা ভাবনা করবে - সে ই এ মর্মে উপনীত হবে যে - কোন একটা স্বার্থান্বেষী মহল শিয়া সুন্নিদের ট্রু ফ্যাক্টসগুলোকে আড়াল করে একপক্ষকে অপরপক্ষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে উসকে দিচ্ছে, রিউম্যার তৈরি করছে - যাতে গন শিয়ারা সুন্নীদের ঘৃনা করে আর গন সুন্নিরা শিয়াদের ঘৃনা করে।
আমি আরো মনে করি ট্রু মুসলিমদের উচিত এ নিয়ে জেনেশুনে বুঝে ঘৃনা উদ্রেক করা উচিত কিংবা ঘৃনা উদ্রেক করা হতে বিরত থাকা উচিত। কারন 'ভুল' হলে কাল কেয়ামতের দিন এ হতে উদ্ভুত রক্ত ঝরাঝরির জন্য আপনি নিজেই বিচারের মুখোমুখি হবেন।
মন্তব্য করতে লগইন করুন