চিন্তিত চট্টগ্রামের আওয়ামীলীগ-

লিখেছেন লিখেছেন সময়ের কন্ঠ ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪০:৩২ সন্ধ্যা

মুখে যা-ই বলুক, বর্তমান আন্দোলনের ভিন্নমাত্রা দেখে বেশ হতবাক চট্টগ্রামের আওয়ামী নেতারা। অনেক সিনিয়র নেতাকে ডিঙ্গিয়ে চট্টগ্রামে আ জ ম নাছিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে রাজপথের আন্দোলনকে সহিংস পন্থায় মোকাবিলা করার জন্যে। কিন্তু আওয়ামীলীগের আঁকা ছক কার্যতঃ ব্যর্থ হয়েছে। কেননা (তাদের ভাষায়) বিরোধীদল রাজপথে কোন আন্দোলনই করছে না। যেমন আজ বিরোধীদল চট্টগ্রামে হরতালের ডাক দিয়েও কেউ রাজপথে ছিল না। কিন্তু হরতাল ঠিকই হয়ে গেছে। এবং সম্পূর্ণ সফল। অবরোধও হচ্ছে অত্যন্ত কঠোরভাবে। বিরোধীদল এমন কতেক জায়গায় গিয়ে অবরোধ করছে যে, আইনশৃঙ্খলা বাহিনী তো দুরের কথা, গোয়েন্দারাও আগাম কোন তথ্য দিতে পারছে না। বিরোধীদলের আন্দোলন রাজপথমুখী না হলেও, কর্মসুচী ঠিকই সফল হচ্ছে। এ নিয়ে ভীষন দুশ্চিন্তায় চট্টগ্রাম আওয়ামীলীগ। এতোদিন ধারনা ছিল, সারাদেশে সরকারের নিয়ন্ত্রণ না থাকলেও ঢাকা এবং চট্টগ্রামে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। নেতাকর্মীদের একেবারে অনুপস্থিতি সত্বেও আজকের সফল হরতাল সে ধারনায় চির ধরিয়েছে।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File