রওশান-আনিস-বাবলুর নেত্বত্বে নতুন জাতীয় পার্টি ?

লিখেছেন লিখেছেন সময়ের কন্ঠ ০৬ ডিসেম্বর, ২০১৩, ১২:১৮:০৫ দুপুর



রওশান-আনিস-বাবলুর নেত্বত্বে নতুন জাতীয় পার্টি গঠনের জোর চেষ্টা চলছে বলে খবর আসছে। আনিস সাহেব এরশাদের সাথে দেখা করে মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগ তো দুরের কথা, উল্টো এরশাদের মত পরিবর্তনের চেষ্টা করে বিফল মনোরথে ফিরে যান। যাওয়ার পথে জাতীয় পার্টির সমর্থকদের ধাওয়া খান। এখন তিনিই নতুন জাতীয় পার্টি গড়ার ক্ষেত্রে মুল ভুমিকা পালন করছেন। আর যা-ই হোক, মন্ত্রিত্ব ছাড়বেন না। কিন্তু একটা বিষয় মাথায় আসছে না তাহলো, রওশান কেন তাদের দলে ভিড়লেন? সামনে কি তাহলে আরো চমক আছে?

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File