♥ খিলাফতের গোলকধাঁধা? যার সমাধানের মধ্যেই লুকিয়ে আছে শিয়া সুন্নি দ্বন্দ্বের সমাধান ♥
লিখেছেন লিখেছেন জিয়া্ মির্জা ০৮ আগস্ট, ২০১৪, ০১:২৮:০৯ রাত
যেই খিলাফত নিয়ে হজরত আবু বকর (রা) উমার উসমান প্রশ্নবিদ্ধ শিয়াদের কাছে যার কারনে উদ্ভব হল ইসলাম ধর্মের দুই কালজয়ী বিভেদ শিয়া সুন্নি দ্বন্দ্ব সেই খিলাফত জিনিসটা আমি আজো বুঝতে পারি নি। খিলাফাত নির্বাচনে র সত্যিই কি কোন স্পেসিফিক সিস্টেম আছে ইসলামে? যদি থেকে থাকে তাহলে পাচ জন খলিফা পাচ সিস্টেম এ নির্বাচিত হল কেন? আর খলিফা যদি এতই গুরুত্ব পুর্ন হয়ে থাকে তাহলে রাসুল স কেন খলিফা নির্বাচন করে গেলেন না? আর যদি অগুরুত্বপূর্ণ ই হয়ে থাকে তাহলে কেন রাসুলের মৃত্যুর পর তার দাফন কাফন না করে সাহাবিরা তিন দিন তিন রাত ধরে বনু সকিফাতে শলা পরামর্শ করে খলিফা নির্বাচন করল?
এই প্রশ্নের সঠিক সত্য ও যৌক্তিক ব্যাখ্যার মধ্যেই আপনি শিয়া সুন্নি দ্বন্দ্বের মুল কারন ও সমাধান খুজে পাবেন।
বিষয়: বিবিধ
১৮৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। উম্মাহর পলিটিক্যাল ও লিগাল এ্যাফেয়ার কিংবা ওয়েল ফেয়ার নিয়ে ভাবা - সব মুসলিম এর ইসলাম অনুযায়ী কোন দায় কিংবা দায়িত্ব নেই। এর জন্য একটা শ্রেনী সব সমাজে সব সময়ে আছে, ছিল এবং থাকবে। ঠিক যেমনটা আর সব পেশার ক্ষেত্রেও।
২। খেলাফত বলতে আমি বুঝি একটি নির্দিষ্ট ভূখন্ডে আল্লাহর দেয়া বিধানমতে রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যাক্তিক জীবনাচার পরিচালিত করার প্রয়াস - যার মূল কিংবা কেন্দ্রে থাকবে একজন বাইয়াত প্রাপ্ত লিডার - আর ঐ লিডার সকল কাজে কোরানকে কেন্দ্রে রাখবে এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে কোরানকে রাষ্ট্র, সমাজ ও ব্যাক্তিজীবনে বাস্তাবায়ন করার জন্য স্ট্রাইভ করবে।
৩। প্রশ্ন হল প্লুরালিস্টিক সোশাইটিতে লিডার কিভাবে করা হবে? কোরান আমাদেরকে বলছে আল্লাহ খলিফা তথা লিডার বানায় তথা ক্ষমতা দেয়। সো মানুষ যদি সে দায়িত্ব গণতন্ত্রের নামে ভোটাভুটি করে নিজ হাতে নিয়ে নেয় - তবে নিশ্চয়ই সে মানুষ আল্লাহর এক্তিয়ারে নিজেকে প্রবেশ করাবে, তথা শিরক করায় যোগ দেবে।
কনট্রারী সচেতন মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত করতে স্বভাবতঃই যোগ্য লোককে প্রস্তাব করবেন এবং বাকি কাজ আল্লাহ করে দেবেন।
এ সম্বন্ধে আপনার সুচিন্তিত মত থাকলে, লেখার মধ্যে তুলে ধরুন, আমারও জানার ইচ্ছা রয়েছে যুক্তিসঙ্গত ভাবেই।
মন্তব্য করতে লগইন করুন