৭১ পরবর্তী জাসদের ভাগ্য বরণ করতে যাচ্ছে জামাত ?

লিখেছেন লিখেছেন জিয়া্ মির্জা ১৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৩১:০৫ রাত

৭১ পরবর্তী জাসদের ভাগ্য বরন করতে যাচ্ছে জামাত ।নোয়াখালী ও লক্ষীপুরের রক্তাক্ত ঘটনা তারই ইংগিত দিচ্ছে ।জাসদের মত ৪০ হাজার কচুকাটা না হোক তার চেয়ে কম হচ্ছে না নিশ্চিত ।লক্ষীপুরের নায়েবে আমীরের স্ত্রীর জবানবন্দী আসলেই লোমহর্ষক। RAB এর জ্যাকেট পরে মুখোশ ধারীরা তার হাত পা বেধে ছাদ থেকে গুলি করে নিচে ফেলে দেয় ।তাই সন্দেহ থেকে যায় এরা RAB না ইন্ডিয়ান আর্মী?

লক্ষীপুরের বিএনপি নেতাকেও বাড়িতে ঢুকে নির্মম ভাবে হত্যা করে RAB ।প্রতিবাদকারী জনতা কে করা হয় ব্রাশফায়ার

অবশ্য সবকিছু ইন্ডিয়ান "র " এর মাস্টারপ্ল্যান আর হাসিনার ইন্ধন ও সম্মতিতে হচ্ছে এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা একমত

চীন যে স্বাধীন বাংলাদেশ দেখতে চায় বলেছে তা মুলত ইন্ডিয়ান অঘোষিত অঙ্গরাজ্য হতে চলেছে বাংলাদেশ সেদিকেই ইঙ্গিত করে বলা তা এখন পরিষ্কার

তবে যে রক্ত গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে তা থেকে আপনি আমি কেউই নিরাপদ না ।আপনার বুকের রক্তে ও হয়ত রনজ্বিত হতে পারে রাজপথ ।জামাত বিএনপি বিরোধী দের দাত কেলিয়ে লুঙ্গি ড্যান্স করার কিছু নেই কারন অপারেশন জামাত শিবির নিধন শেষ হলেই শুরু হবে অপারেশন হেফাজত নিধন তা এখন অপ্রকাশিত রাখা মূর্খতা ।

জয় হিন্দুস্তান

বান্দে মাতরম ।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File