কাদের মোল্লা !আর কত মায়ের বুক খালি হবে ?
লিখেছেন লিখেছেন জিয়া্ মির্জা ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৫:২৪ সন্ধ্যা
♦♦ একটি নির্দয় মিনতি ♦♦
কাদের মোল্লার ফাসি নিয়ে আবার ২০০ মায়ের বুক খালি হবে। জামাত যদি মনে করে কাদের মোল্লা সত্যি নিরপরাধ তাহলে তো সে আল্লাহর কাছে রক্ষিত সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত পাবে যা যে কোন মুসলামানের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া ।তবে কেন আন্দোলন মিছিল উস্কানি দিয়ে আবার রক্তে রনজিত হবে রাজপথ কেন খালি হবে নিস্পাপ মায়ের কোল ?কেন তাদের আহাজারি আর্তনাদে প্রকম্পিত হবে আকাশ বাতাশ কোল খালি হবে অসহায় মায়ের ?
আল্লামা সাঈদির রায়কে কেন্দ্র করে ১৭০ জন মায়ের বুক খালি হয়েছে এতিম হয়েছে হাজার হাজার নিষ্পাপ নাবালেগ সন্তান বিধবা হয়ে সাদা কাপড়ে দুঃখ চেপেছে কত নারী ।পারবেন ফিরিয়ে দিতে তাদের হারিয়ে যাওয়া সুখ বাবার মমতা ভাইয়ের স্নেহ স্বামীর সোহাগ ?এই জালিম রা কি বুঝবে তাদের হারানো বেদনা করুন আকুতি? না পেড়েছেন রায় টাকে বদলাতে?
সাইয়েদ কুতুবের মৃত্যু তে কি তার কোন ক্ষতি হয়েছিল ?
জালিমের জুলুমকি তার জান্নাত রুখতে পেরেছিল
আর যেন নতুন করে কোন মায়ের বুক খালি না হয়
অশ্রু ধারায় যেন ভেসে না যায় কোন মাজলুমের চোখের পাতা ।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন