রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় এরশাদ !
লিখেছেন লিখেছেন জিয়া্ মির্জা ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:০৫:০৫ রাত
♦ এরশাদকে নিয়ে কিছু আবালের স্ট্যাটাস দেখে হাসব না কাদব দিশেহারা অবস্থা ।গাধাগুলা বলে কি?
তোদের বাপের মাথায় ৩০ টা মামলা দিলে বুঝতি রাজনিতি কাকে বলে ।অনেককে দেখি এক মামলা খাইয়া ই ওসামা বিন লাদেন এর মত তার বার্তা পাঠায়
♦ অনেকে তো ২ মামলার ভয়ে দেশে আসতেই ডরায়।
♦ আজকে যারা তার পুরো বক্তব্য শুনেছেন মাথায় একটু ঘিলু থাকলে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন কতটা দূর্বিষহ জিবন কাটাচ্ছেন তিনি
♦ দুই নেত্রির যাঁতাকল এ পিষ্ট হয়ে তিনি আজ মরনাপন্ন
♦ অনেক জ্ঞানী সুশিল হয়ত বলবে ন .তিনি শরবত দলীয় সরকার আই মিন শেয়ার টেকার সরকারে কেন যোগ দিলেন ।আরে ভাই যোগ না দিলে কি হইত ।বিএনপি জামাত তারে গো★ ও মারত না। আর হাসিনা ডাইরেক্ট ১৪ শিকে ঢুকাইত। এখন তার দুইটা লাভই হল জেল থেকে বাঁচল কিছু মাল কামাইল আর ১৮ দলের কাছে মূল্যায়িত ও হল। ইংরেজিতে একটা কথা আছে। নিজের দাম নিজের ই বাড়াইতে হয় ।কেউ জোর করে বাড়ায়া দেয় না। আর নীতির কথা বললেন ? হাহা বুকে হাত দিয়ে বলেন তো এই দেশে নীতিবান সৎ পলিটিশিয়ান কি আছে ?একটা ও
♦ এরশাদের ঘোর শত্রু ও একথা অকপটে স্বীকার করবেন গত ২০ বছরের চেয়ে তার শাষনামল অনেক বেটার ছিল ।ছাত্ররাজনীতি বন্ধ করতে চেয়ে ডাক্তারদের চেম্বার ব্যাবসা বন্ধ করতে চেয়ে তিনি কত বড় দেশপ্রেমিক এর পরিচয় দিয়েছেন ।আজ বাংলার লক্ষ লক্ষ মেধাবী ছাত্র রাজনিতির যাতাকলে পিস্ট হয়ে একদিকে নিজের ভবিষ্যৎ অন্যদিকে কত মা বাবার বুক যে খালি করছে তা বিজ্ঞ মাত্রই অবগত ।সর্বনাশা ছাত্ররাজনীতি আজ জাতির জীবনের সবচেয়ে বড় অভিশাপ ।
শুধু এক নুর হোসেন আর মিলিনের মৃত্যু তে ক্ষমতার মোহ ত্যাগ করে দেশে নির্বাচন দিয়েছেন।বিনিময়ে ৩৩ টি মামলা কাধে নিয়ে স্ত্রী পরিবার সহ জিন্দা লাশ হয়ে কাটিয়েছেন দূর্বিষহ কারাবাস
♦♦ বিএনপি জামাতের ঝানু পলিটিশিয়ানরা ইতিমধ্যে স্বীকার করেছেন এক মাস আন্দোলন অবরোধ করে যে লাভ না হত তার চেয়ে কয়েক হাজার গুন বেশি লাভ ও কার্যকরী টেকিনিকাল বেনিফিটেড হইছে এরশাদের এই ঘোষনায়।
আওয়ামীলীগ নেতাদের ইতিমধ্যে বুক কাপাকাপি শুরু হয়ে গেছে।তারা তো এরই মধ্যে আবোল তাবল বিবৃতি দেয়া শুরু করেছেন ।পুরা মাতার তাড় ছিড়া অবস্থা । তাদের সকল মাস্টার প্লান ভন্ডুল হতে চলেছে এ অকল্পনীয় সিদ্ধান্তে ।এ যেন তাদের তীরে এসে তরি ডোবা
♦ আমার মত শক্ত মনের মানুষ ও আজ নির্লজ্জ বেহায়া এরশাদের পুরো বক্তব্য শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি
সবশেষে শেখ হাসিনা খালেদা জিয়া ও আজরাইল এর সাথে ছক্কি বক্কি খেলে ৮৫ তে পা দেয়া বিশ্বপ্রেমিক এরশাদ কে জানাই জন্মদিনের প্রানঢালা শুভেচ্ছা।
বিষয়: রাজনীতি
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন