এমন নেতা সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি?

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৯ জানুয়ারি, ২০১৫, ১২:০৭:২২ দুপুর



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বার্ন ইউনিটের আর্তনাদ আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন?’

আমি এই খবরতা এইজন্য কোট করলাম উনাকে কিছু কথা শনানর জন্য।

১। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিব কি তাহলে দেশের মানুষের অত্যাচারের জন্য গজবে মরেননি?

২। প্রধান প্রসিকিউতর গোলাম আরিপ টিপুর সন্তানকি মিথ্যা তথ্য উপাথ্য দিয়ে তথাকথিত মানবাধিকার লংঘনের মিথ্যা বিচারের জন্য গজবে মরে নাই?

৩। জাহাঙ্গীর কবির নানকের ছেলেও তো মরেছিল সে কোন গজবে মরেছে?

এমন অনেক কিছুই হাজির করা সম্ভব। কিন্তু আফসোস লাগে এইসব জাহেলরা তাঁদের অবস্থান বুঝতে পারে না।

আমি বিনিত ভাবে এদেরকে বলতে চাই এই ধরনের বাক্য বলা থেক বিরত হউন নইলে আপনিও এই গজবের সন্মুখিন হতে পারেন।

Click this link

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301983
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২১
মোতাহারুল ইসলাম লিখেছেন : এদের এমন কথা-বার্তার বিচার আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৮
244304
আমি মুসাফির লিখেছেন : আপনার কথার উপর ভিত্তি করে এদেরকে আল্লাহর উপর ছেড়ে দিলাম।
ধন্যবাদ আপনাকে।
301985
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৫
কাহাফ লিখেছেন :

লীগদের থেকে এর চেয়ে ভাল প্রত্যাশা করাও বোকামী!
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৯
244305
আমি মুসাফির লিখেছেন : একদম সঠিক কথা>

অশেষ ধন্যবাদ।
302001
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০২
আমি মুসাফির লিখেছেন :
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৮
244310
লজিকাল ভাইছা লিখেছেন : ঠিক । আপ্পলাইয়িং তোফায়ল ফর্মুলা।
302004
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০৪
লজিকাল ভাইছা লিখেছেন :
৩। জাহাঙ্গীর কবির নানকের ছেলেও তো মরেছিল সে কোন গজবে মরেছে?
তার ফর্মুলা অনুসারেঃ ওটা ছিল ৬৩ জন সেনা কর্মকর্তা হত্যার জন্য আল্লাহর গজব।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৪
244308
আমি মুসাফির লিখেছেন : ্তাহলে তাঁদের ফরমুলা অনুযায়ী এটাই ঘটেছে।
ধনবাদ না বলা কথা স্মরণ করিয়ে দেবার জন্য
302005
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০৪
লজিকাল ভাইছা লিখেছেন : আল্লাহ্‌ আমাদের কে মাফ করুন ।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৫
244309
আমি মুসাফির লিখেছেন : আমীন!
302008
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৮
মাটিরলাঠি লিখেছেন :
এরা যা করে, বলে তাই এদের কাছে শোভিত মনে হয়।
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০০
244325
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
302051
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৪
ইয়াফি লিখেছেন : এরা স্বাভাবিকভাবে কথা বলতে পারেনা। কথা বলার সময় গলায় কুকুরের সুর এসে যায়! তোফায়েল আহমদ সাহেব, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম সাহেব
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০১
244326
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
302119
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই না হইলে আওয়ামি লিগ!!
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৩
244413
আমি মুসাফির লিখেছেন : এমনি এরা কথা বার্তা চালচলনে ত তাই প্রমান হয়
অনেক ধন্যবাদ
302165
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:০৪
sarkar লিখেছেন : আসলে আল্লাহর আরশ কাপেঁনি।কেপেছেঁ আওয়ামীলীগের আত্তা।
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৮
244414
আমি মুসাফির লিখেছেন : আরাফাত রহমান কোকোর অকাল ইন্তেকাল রাজনৈতিক আলোচনাকে একটু ভিন্নমাত্রা দিয়েছে। জানাযায় লাখো মানুষের উপস্থিতি বেগম খালেদা জিয়ার প্রতি জনসমর্থনের কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায়। এই উপস্থিতি দেখে ভোটার বিহীন নির্বাচনের নামে ক্ষমতা দখলে রাখা সরকারও নিশ্চয়ই সিগন্যাল পেয়ে গেছে। সে কারনেই হয়ত: প্রহসনের নির্বাচনের নামে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশের কর্তাদের নির্ভয় দিয়ে বলেছেন, যে কোন পদক্ষেপের দায় নেবেন তিনি। কতটা ভিত হলে এমন নির্দেশ দিতে পারেন সেটা বিশ্লেষণের দায়িত্ব হচ্ছে মনোবিজ্ঞানীদের। মনোবিজ্ঞানীরাই বলতে পারবেন কোন পরিস্থিতিতে মানুষ কেমন আচরণ করেন। তবে পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের প্রতি শেখ হাসিনার এই হুকুমে একজন সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয়েছে তিনি বিচলিত। নতুবা এমনটা বলতেন না। যে কোন পদক্ষেপের দায় নেয়ার কথা তিনি বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায় অবশ্য-ই একদিন নিতে হবে। দেনার বোঝা প্রতিদিন বাড়ছে। প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রতিপক্ষের নেতা-কর্মীদের ধরে নিয়ে খুন করছে, গুম করছে। এর দায় তাঁর উপরই বর্তাবে একদিন।
১০
302577
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৪
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ক্ষমতার নেশা তাদের কে এমন ভাবে ধরেছে যে অতীত ভুলে গিয়েছে কিন্তু ক্ষমতা তো আর চিরস্থায়ী নয়।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৬
244807
আমি মুসাফির লিখেছেন : মানুষ যখন অস্থির হয়ে উঠে তখন তাদের এমন হয়।
১১
302591
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩১
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কেউ কারো দায় নিবার ঘোষণা না দিয়েও হুকুমের আসামী। সময় বদলে গেলে যারা দায় নিবার ঘোষণা দিয়েছিলেন তাদের না জানি কী অবস্থা হয় সে ভয়েই আছি।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
244808
আমি মুসাফির লিখেছেন : আপনার সাথে একমত। তবে জালিমদের পরিনতি করুন ই হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File