৩টি সংবাদ ও মুসলমানদের অবস্থান।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৪ জানুয়ারি, ২০১৫, ১১:৪২:২১ সকাল
Click this link
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছাপাকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করেছে রাশিয়া। দেশটির গণমাধ্যম ও যোগাযোগ-বিষয়ক সংস্থা রোসকোমনাদজর মহানবির (সা.) কার্টুন ছাপানোর বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের কাজ দেশের আইন ও নৈতিকতার বিরুদ্ধে যাবে।
Click this link
ফ্রান্সের প্রায় অর্ধেক মানুষ মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র বা কার্টুন ছাপার বিরোধী। গত রোববার এক জনমত জরিপে এ কথা বলা হয়েছে। -
http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=16450
পোপ ফ্রান্সিস বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতারও একটা সীমা আছে। অন্যের ধর্মবিশ্বাসকে আপনি হেয় করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে আপনি মশকরা করতে পারেন না। কারও ধর্মবিশ্বাস নিয়ে ব্যঙ্গ করা মতপ্রকাশের স্বাধীনতা নয়। শ্রীলঙ্কা সফর শেষে ফিলিপাইনে যাওয়ার পথে এমন মন্তব্য করেন পোপ -
উপরের ৩টি খবর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবী রাখে। মুসলমানদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের দেশের দিকে তাকালে এমন মনভাব কি সরকারের পক্ষ থেকে পাওয়া যায়? বরং যারা আল্লাহ, তাঁর রাসুল সাঃ, কুরআন, ইসলাম ও মুসলমান নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে পুরুস্ক্রিত করে। কিন্তু আল্লাহ, তাঁর রাসুল সাঃ, কুরআন, ইসলাম ও মুসলমান নিয়ে ব্যঙ্গ করার যেখানে কোন সুজগ নেই যা কাফের দুনিয়ার মানুষেরা উপলব্ধি করতে পারে আমাদের দেশের মুসলমান নামধারী সরকারি লোকেরা তা পারে না তাহলে কি তারা কাফের মুশরিকদের চেয়ে খারাপ নয়?
আমরা যারা সচেতন মুসলমান আছি দেশে তাঁদের উচিত এই নামধারী মুসল্মান্দেরকে বর্জন করা এবং তাঁদের বীরুদ্ধে যে অবরোধ ও প্রতিরোধ শুরু হয়েছে তাতে সামিল হয়ে ইসলামের বিরুদ্ধ এই অপশক্তিকে অপসারন করা। নইলে ইসলামের পক্ষে কথা বলতে ভবিষ্যতে সমস্যা আরও তীব্র হবে।
আল্লাহ আমাদের সহায় হউন। আমীন
বিষয়: বিবিধ
১৫৭৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : দিন কাল যা পরেছে। ইহুদী-নাসারার সার্টিফিকেট বিক্রি করে নবী মোহাম্মদের শেষ রক্ষা হবে কিনা সন্দেহ। বিয়ে করেছেন ৪ গন্ডা।রাশিয়া বরাবরই সত্যের পথে ছিল বলে তাদের ধন্যবাদ ।গাজায় ইসরাইলি হামলার বিপক্ষে রাশিয়ার অবস্থান ছিল যা মানবিক ভাবেই প্রশংসার দাবীদার ।এছাড়াও ইরাকে মার্কিনি হামলার বিপক্ষ প্রতিবাদে রুশ ফেডারেশন ভূমিকা রেখেছিল ।বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিনরা বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলেও রাশিয়া মার্কিনদের থামিয়ে দেয় যা প্রশংসার দাবীদার ।এবং শেষ মহানবী সাঃ এর কার্টুন ছাপানোর বিপক্ষে রাশিয়ার অবস্থান জেনে ভাল লাগল ।কিন্তু দুঃখের বিষয় রাশিয়াতে ধর্মকর্ম তেমন একটা করতে দেয়া হয়না ।
কথিত আছে ,রাশিয়ান এক মেয়ে ঈশ্বর নেই এমন প্রামাণিক পরীক্ষা দিতে গিয়ে যখন পরীক্ষকের সামনে হাজির হয় তখন পরীক্ষক তাকে জিজ্ঞেস করে ,পৃথিবী ঈশ্বরহীন এমন ধারনা তুমি কোন যুক্তিতে বিশ্বাস কর ?
(এই পরীক্ষায় ঈশ্বরের অস্তিত্ব নেই এমন প্রমাণ করতে হয়)
যখন মেয়েটি উত্তর দিলো ,তখন পরীক্ষক তার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বল্ল ,তোমাকে ...তোমাকে A+ দিলাম !
মেয়েটি দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়েই বল্ল ,"ও ঈশ্বর তোমাকে ধন্যবাদ" ।
যাক রাশিয়ার ঈশ্বহীন চিন্তা ভাবনা না হয় বাদই দিলাম ,একটা ধর্মহীন রাষ্ট্র হওয়া সত্যেও তাদের এই মানবিক মন্তব্য ভাল লাগল ।
খৃষ্টান পোপের বিবৃতি yahoo news এ পড়েছিলাম ।
ফ্রান্সের অর্ধেক মানুষ যে এই কার্টুন ছাপানোর বিপক্ষে এটা অজানা ছিল ,জেনে ভাল লাগল ।
দুঃখিত ঈশ্বর বানানটা ভুল হয়েছে ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মুমিনারা বেকায়দায় পরলে সবাইকেই আল্লা ডাকে। তো, আপনার চেচেন ভাই/ব্রাদার'রা কেমন আছে?A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : এই নিন আর একখান কার্টুন। এই বার ধর্মানুবিতির ব্যাথায় চিক্কুর দেন।আপনাকে অশেষ ধন্যবাদ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
শার্লী হেবদোরে ইহুদি ধর্মের নবী মোজেজকে নিয়া একটা কার্টুন ছাপা হইছিল ,তো সেই কার্টুন ছাপাইনার দায়ে এক বৃদ্ধ সাংবাদিকের চাকুরী গেছিল।
এই বিষয়ে তোমার মতামত কি ?
এদের ব্লক করুন, বর্জন করুন।
ধন্যবাদ
আর সে তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাই না বুঝে বকবক করছে তাকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে।
ধন্যবাদ
ধন্যবাদ
আপনার যথেষ্ট স্বাধীনতা কি আপনাকে ওবামার হোয়াইট হাউজে চলে যেতে দিবে বিনা বাধায় বা বেকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের বাড়িতে বা উইলিয়ামের ঘরে ?
সবকিছুতেই একটা লিমিট মেনে চলা উচিত ।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন