এখন টিভিতে দেখবেন দেশ শান্ত আছে কারণ মন্ত্রীরা টিভি মালিকের বলে দিলেন, কি দেখানো যাবে কি যাবে না

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৩ জানুয়ারি, ২০১৫, ১১:১৪:৩৬ সকাল



গতকাল দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সিনিয়র মন্ত্রী, বিভিন্ন ইলেট্রনিক মিডিয়ার মালিক ও কর্মকর্তাদের এক মতবিনিময় বৈঠকে এমন নির্দেশনা ও আশ্বাসের ঘটনা ঘটে। বৈঠক সূত্রে জানা গেছে, এতে মহাসড়ক, মেট্রোপলিটন সিটিসহ বিভিন্ন জায়গায় চলাচলকারী যানবাহনের চিত্র বেশি করে দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বোমাবাজির চিত্র, বোমায় আহত বা নিহতদের চিত্র, ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো বা গাড়ি বহরে আক্রমণের খবর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। কি দেখানো যাবে ও কি দেখানো যাবে না ওই বিষয়ে মৌখিকভাবে সরকারের গাইড লাইন দেয়া হয়েছে। দুই ঘণ্টার এ বৈঠকে সরকারের পাঁচ জন সিনিয়র মন্ত্রী অংশ নেন। বৈঠকের শুরুতে সরকারের তরফ থেকে দেশের পরিস্থিতি ‘স্বাভাবিক’ দাবি করে এ বিষয়টি তুলে ধরতে টেলিভিশন চ্যানেলগুলোর সহযোগিতা চাওয়া হয়। টিভি চ্যানেলের প্রতিনিধিরা বৈঠক শেষে জানান, সহিংসতা ও রাজনীতির ঘটনাগুলো একসঙ্গে না মিলিয়ে ‘নাশকতার’ সঠিক চিত্র তুলে ধরতে সরকারের আহ্বানে আশ্বাস দেয়া হয়েছে।

Click this link

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301407
২৩ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সাংবাদিকরা এখন সাংবাদিকলীগে কনভার্ট হয়ে গেছে। যদিও তারা আগে থেকেও আওয়ামীলীগ ছিল।
২৩ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৩
243815
আমি মুসাফির লিখেছেন : সাংবাদিক্রা নাকি জাতির বিবেক তাহলে কি বুঝব বিবেক এখন টাকা বা সুবুধার বিনিময়ে একচোখা হয়ে গেছে?

ধন্যবাদ মন্তব্যের জন্য
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
244024
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুধু সুবিধার কথা বলতেছেন কেন? দেশের কয়টি টিভি চ্যানেলের মালিক বিএনপি/জামায়াত পন্থী? সবাই তো আওয়ামী/বামপন্থী।
301439
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৯
আনিসুর রহমান লিখেছেন : শেখ হাসিনাঃ দিনটা বড় চমৎকার
আওয়ামী সাংবাদিকঃ জী হুযুর, সে তো হতেই হবে আপনার মতের সাথে অমত কার?
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৯
243887
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি । তেমনি আওয়ামী সাংবাদিকরাও জানোয়ারের মতই হয়ে গেছে
301456
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৪
শেখের পোলা লিখেছেন : বিবেক স্বার্থের জন্য দাসত্বে পরিনত হতে দেরী লাগেনা৷
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১০
243889
আমি মুসাফির লিখেছেন : মনে রাখবেন আওয়ামী সাংবাদিকরা পশুদেরকেও হার মানাতে পারে
301509
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২২
আমি মুসাফির লিখেছেন :


টিভি মালিকদের সাথে তোফায়েল ইনু এবং আমুর বৈঠকের পর টিভি মালিকগণ বললেন "" তাদেরকে বলা হয়েছে দেখাতে যে পরিস্থিতি স্বাভাবিক"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File