দুনিয়ার পথভ্রষ্টকারী নেতৃবর্গ ও তাদের নির্বোধ অনুসারিদের কাণ্ড ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৮ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:৩২ সকাল
উপরের ছবিতে ছাত্রলীগ কর্মী ও নেতাদের দেখা যাচ্ছে তারা লাঠি হাতে এবং তারা বি এন পি কর্মী ও সমর্থক দেরকে পিটাচ্ছে এই ভিডিও ফুটেজ অস্বীকার করার কোন পথ নাই কিন্তু আওয়ামিরা অস্বীকার করতে এতটুকু দ্বিধা বা সংকোচ করে নাই।
আজ দেশে যারা ক্ষমতাসীন তাঁদের মিথ্যাচারের এটা এক বড় নমুনা।
দুনিয়ায় যারা তাঁদের পথভ্রষ্টকারী নেতৃবর্গ ও তাদের নির্বোধনেতাদের মেনে চলে আখেরাতে তারা তাঁদের অনুসারিদেরকে অস্বীকার করবে যেমনটি এখন চোখের সামনে তারা করছে । দেখুন সুরা বাকারার ১৬৬ ও ১৬৭ নং আয়াতে কি চমৎকার ভাবে মহান আল্লাহ বলে দিচ্ছেন।
আয়াত দুইটির বাংলা অনুবাদ।
১৬৬.) যখন তিনি শাস্তি দেবেন তখন এই সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা, দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো, তাদের অনুগামীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে। কিন্তু শাস্তি তারা পাবেই এবং তাদের সমস্ত উপায়- উপকরণের ধারা ছিন্ন হয়ে যাবে।
১৬৭.) আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে, হায়! যদি আমাদের আর একবার সুযোগ দেয়া হতো, তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করছে তেমনি আমরাও এদের সাথে সম্পর্কহীন হয়ে দেখিয়ে দিতাম। এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমনভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ ও আক্ষেপই করতে থাকবে কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোন পথই খুঁজে পাবে না।
এখানে পথভ্রষ্টকারী নেতৃবর্গ ও তাদের নির্বোধ অনুসারীদের পরিণতির উল্লেখ করার কারণ হচ্ছে এই যে, পূর্ববর্তী নবীদের উম্মাতরা যে সমস্ত ভুলের শিকার হয়ে বিভ্রান্ত হয়েছিল এবং সঠিক পথ হারিয়ে ফেলেছিল মুসলমানরা যেন সে সম্পর্কে সতর্ক হয় এবং ভুল ও নির্ভুল নেতৃত্ব এবং সঠিক ও বেঠিক নেতৃত্বের মধ্যে পার্থক্য করতে শেখে। ভুল ও বেঠিক নেতৃত্বের পেছনে চলা থেকে যেন তারা নিজেদেরকে বিরত রাখতে পারে।
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ব্লগার মানে অন্যের পথ ও মতামত কে প্রধান্য দিয়ে নিজের মতামত কে প্রকাশ করা।তাই নাকি! মুর্তাদের কল্লা চাই, এই হচ্ছে ইসলামী মতামত প্রকাশের পরমত ষহিষ্ণুতা.....।
এভাবে মাথামোটাদের মত কাজ করলে সেদিন খুব বেশী দূরে নয় যে সময়ে বিএনপির নেতা বলতে কিছু থাকবে না । তাদের কোন কিছুতে জনগন তো দূরের কথা নিজেদের নেতারাও তো বের হয় না । তার উপর ছাত্রলীগ সিনিয়র নেতাদের নেড়িকুত্তার মত পিটাবে বলে হুমকি দিয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন