মুসলিমদের সাথে অস্ট্রেলিয়ায় অমুসলিমদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্যতিক্রমী হিজাবী সমর্থন।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১২ অক্টোবর, ২০১৪, ০১:৫৭:০৬ দুপুর



দেশ ও বিদেশের অনেক স্থানে হিজাব ও মুসলিমদের নিয়ে যখন টানাপোড়েন এমন অবস্থা চলছে অষ্ট্রেলিয়াতে অন্য রকম একটা ব্যতিক্রমী ঘটনা লক্ষ্য করা গেছে।

মুসলমানদের জন্য খুবই ভাল একটা খবর। কারণ মিডিয়া মুসলমানদেরকে কোণঠকাসা করে এমন কোন নেতিবাচক দিক নেই যা তারা মুসলমানদের বিরুদ্ধে প্রচার করতে এতটুকু দ্বিধা করছে না।

তবে অষ্ট্রেলিয়ায় এই মিডিয়ার নেতিবাচক ভুমিকাকে সে দেশের অমুসলিমরা ভাল ভাবে নেননি। তারা মুসলমানদের পক্ষে এসে দাড়িয়েছে।

মিডিয়ায় নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মুসলমানদের সাথে সংহতি জানিয়ে দেশটির একটি অমুসলিম সংস্থা হিজাব ইভেন্টের আয়োজন করেছে। ইভেন্ট কর্মসূচিতে রয়েছে প্রতীকী হিজাব পরিধান ও মুসলমানদের ফুল দিয়ে ঈদুল আযহার অভিনন্দন জ্ঞাপন।

এই ইভেন্ট আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক ২৬ বছর বয়সী আন্নাবেল লী ক্যানবেরা টাইমসকে বলেন, আমরা মুসলমানদের বলেছি যে, তোমাদের সাথে মিডিয়া যে বাজে আচরণ করে তার জন্য আমরা দুঃখিত এবং আমরা বলতে চাই আমরা তোমাদের পাশে সব সময় আছি এবং আমরা ঘৃণার পরিবর্তে ভালবাসা ছড়িয়ে দিতে চাই।

চলতি সপ্তাহের শুরুর দিকে মুসলিম নারীদের প্রতি ভালবাসা ও সংহতির বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এই ইভেন্টের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, আমরা চাই সম্প্রতি দেশব্যাপী ছড়িয়ে পড়া ইসলাম বিরোধী প্রচারণায় ক্যানবেরার মুসলিম সহকর্মীরা নিজেদেরকে একা না ভাবুক।

অস্ট্রেলিয়ার রাজধানীর এআইএস স্টেডিয়ামে ইসলাম ধর্মের অন্যতম উৎসব ঈদুল আযহার দিন সকালে নামাজে যোগ দিয়ে দশজন অমুসলিম নারী, মুসলিম নারী, শিশু ও পুরুষদের ফুল বিতরণের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ।

লী বলেন, আমাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণে অনেক মুসলিম নারীই আমাদের সাথে কোলাকুলি করছিলো, কেউ হাসছিলো আবার কেউ কেউ আনন্দে অশ্রুসিক্ত হয়েছেন।

মুসলমানরা এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন।

ইসলামিক সোসাইটি অব বেলকনেন-এর ভাইস প্রেসিডেন্ট হাসান ওয়ার্সি বলেন, এটি সুস্পষ্টভাবে একটি সুখকর অনুভূতি যা জনগণের হদয়কে ছুঁয়ে গেছে।

অস্ট্রেলিয়ায় ২০০ বছর ধরে মুসলমানরা বসবাস করছে । বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ২ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৭ লাখ।

Click this link

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273481
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
ইবনে আহমাদ লিখেছেন : চমতকার একটি আয়োজন। সত্যি তা একটি সুখকর অনুভূতি যা জনগণের হদয়কে ছুঁয়ে গেছে।
আপনাকে মোবারকবাদ।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৫
217508
আমি মুসাফির লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ।
273526
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৪
নোমান২৯ লিখেছেন : অনেক খুশী হলাম|আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি পাল্টাবেই|ধন্যবাদ|
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৯
217794
আমি মুসাফির লিখেছেন : আপনার কথাই সত্যি হোক এই কামনা করি।
ধন্যবাদ
273538
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৮
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! সত্যি অসাধারণ লাগলো .......
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:২০
217795
আমি মুসাফির লিখেছেন : ঈমানদার লোকদের জন্য সত্যিই এটি খুশীর খবর।
273543
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৩
নিরবে লিখেছেন : ভালো লাগলো
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৮
217796
আমি মুসাফির লিখেছেন : ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ
273566
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
যতই সুন্দর মোড়কে প্রচারিত হোক মিথ্যা মিথ্যাই থাকে। আর মানুষ শেষ পর্যন্ত সত্যই গ্রহন করে।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৯
217797
আমি মুসাফির লিখেছেন : আপনার বক্তব্যটাই এখানে ফুটে উঠেছে।
ধন্যবাদ।
273651
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ ।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩০
217798
আমি মুসাফির লিখেছেন : মনোযোগ দিয়ে পড়পর জণ্য আপনাকে অনেক ধন্যবাদ।
273662
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আলহামদুইল্লাহ
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩১
217799
আমি মুসাফির লিখেছেন : শুকুর আদায়ের মতই ঘটনা । অনেক ধন্যবাদ।
274820
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এভাবে খেলায় খেলায় হয়ত একদিন ওরা আসল সত্যটাকেও ভালোবাসতে শিখে যাবে Happy
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
218879
আমি মুসাফির লিখেছেন : এমনটি হতেই পারে। তবে আমি মনে করি আপনার কথাটাই সঠিক হোক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File