দুই মন্ত্রীর ইসলাম গ্রহণ !

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৩:২২ সকাল

আজ একটি সংবাদ দেখলাম ইসলাম ও মুসলমানদের যারা সহ্যই করতে পারে না তারা ইসলামের ছায়াতলে এসে গেছে । তারা ইসলামকে নতুন করে বুঝতে পেরেছে যার জন্য মুসলমান হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছে।

আপনাআ হয়ত মনে করতে পারেন এরা কারা ? এদের পরিচয় আপনারা ভাল করেই জানেন তারা বিভিন্ন সময় নিজেদেরকে নাস্তিকদের দোসর বা নিজেরাই নাস্তিক এমন প্রমাণ অসংখ্যবার রেখেছে্ন। ইনারা হলেন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন।

এরা এবার হজ্জে যাচ্ছেণ। এটা ভাল কথা কিন্তু উসলাম মুসলমান যাদের সহ্য হয় না তারা এমন সিদ্ধান্ত কি করে নিতে পারল ?

তাদের কি কোন কু মতলব আছে নাকি ?

বাকী গুলা আপনার ভাল বলতে পারবেন বলে আমার মনে হয় ।

আমার খুব খটকা লাগছে এদের হজ্জে গমন দেখে ।

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267434
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ হেদায়েত দান করুক
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৯
211224
আমি মুসাফির লিখেছেন : এমন দুয়া চাওয়া উচিত যদি হেদায়েত হয় তাহলে হাসিনার জন্য বিরুপ হতে পারে।
ধন্যবাদ।
267438
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
আবু সাইফ লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ হেদায়েত দান করুক

আমীন
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
211225
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমীন।
267439
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
কাহাফ লিখেছেন :
সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে এখনই দুনিয়া ধ্বংশ হয়ে যাবে, সবার হেদায়েতের প্রত্যাশা করা উচিত না।
নতুন কোন ফন্দি করতেই হয়তো মক্কা আসা ওদের।
বাহ্যত ভাল হলেও অন্তরে কুটিলতা অবশ্যই আছে।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪১
211226
আমি মুসাফির লিখেছেন : কুটলতা আছে বলেই তারা এমন এক প্রতারণার আশ্রয় নিয়েছেন কারণ ৯০% মুসলমানের দেশে একটু আধু মুসলমান না সাজলে কি অনুসারীদের মন রক্ষা করা যায়?
ধন্যবাদ।
267441
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
বেআক্কেল লিখেছেন : গত বছর লিঙ্গ আকাটা মুসললাম, হাজি সজিব ওয়াজেদ জয় হজ্জ করিছে! তিনি মসজিদ মাদ্রাসা থেইকা, ইসলাম মুচনের দায়িত্ত নিছেন। তিনি যদি হজ্জ করিতে পারেন, এই দুই মন্ত্রীর মাথা তো তাদের দাদা কাটাইছে, তারা হজ্জ করিলে আমনের খারাব লাগে কেন্ বুঝলাম না।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
211228
আমি মুসাফির লিখেছেন : এরা তো মুলমান থেকে খারিজ হয়ে গেছে । কিন্তু মুসলমান হবার ভান করা কি অন্যায় ? তারই প্রচেষ্টা আর কি?
267464
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rose @}; কোন একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা উড়বে , Rose Rose

জাপানী ইনু এবং রাশেদ খান মেনন হজ্জে যাচ্ছে!! নেড়া বেলতলায় এক বারই যায় Time Out Time Out Time Out
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪১
211321
আমি মুসাফির লিখেছেন : হজ্জে যেতে হলে তো আল্লাহকে মানতে হয় যারাাল্লাকেই মানে না নাস্তিকতার জীবন যাপন করে তারা হজ্জে কার জন্য যাবে?
না তারা আস্তিক হয়ে গেছে।
267474
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
ইরা টিউনস ডট কম লিখেছেন : এত খুশি হওয়ার কিছু নেই। কুকুরের লেজ কখনও সোজা হয় না। আর যখন একটু সোজা হয় তখন মনিবের পিটুনির কারনে। আমার মনে হয়, সরকারী ভ্রমন এর জন্য । মক্কাও দেখা হয়ে গেল আর হজ্জ ও হয়ে গেল।
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
211322
আমি মুসাফির লিখেছেন : এদরে হজ্জ সম্পর্কে তেমন কেনা ধারণ আছে বলে মনে হয় না। তবে কোন হুজুরের কাছে মুসলমান থাকার শপথ করেছে কি না সেটা জানা দরকার। তবে তারা যে ভন্ড ও কুচক্রী তারই প্রশান দেখবেন হজ্জ থেকে আসার পর।
267488
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরা তো হজ্জ এ যাচ্ছেন না। সরকারি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন।
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
211324
আমি মুসাফির লিখেছেন : উনারা তো মাওসেতুং এর অনুসারী তো চীন না গিয়ে মক্কায় যাবার কি দরকার।
267490
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
ফেরারী মন লিখেছেন : এতদিন তো বহুৎ ভন্ডামী করেছেন এখন হয়তো হজে থেকে ফিরে এসে সাধু সেজে যাবেন।
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
211325
আমি মুসাফির লিখেছেন : আপনার কথাটা যে সত্য হয় এই কামনা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File