জাহিলীয় রিমান্ড এবং তার উত্তরসুরীদের রিমান্ড উদ্দেশ্য এক।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৮:০৫ দুপুর
ইসলাম গ্রহণের জন্য জাহেলীয় নেতাগণ তখন মুসলমানদের উপর যে পরিমাণ জুলুম করেছিল বর্তমানে সেই জাহেলীয়দের উত্তসুরীরাও একই কায়দা অবলম্বন করছে।
আমাদের জানা আছে হজরত বিলাল , খাব্বাব , সুমাইয়া (রা কে তাদের মালিকরা প্রতিদিন রিমান্ডে নিত ।
কাউকে দড়ি দিয়ে বেধে চাবুক মারত ,কাউকে গরম লোহার শিক দিয়ে চামড়া ফুটো করে দিত , কাউকে মরুভূমিতে উত্তপ্ত বালুর উপর পাথর চাপা দিয়ে শুইয়ে রাখত!
দিনের পর দিন আবু জেহেল , আবু লাহাবরা এভাবে রিমান্ডে নিত মূলত দুটি উদ্দেশ্যে :
এক, তাদেরকে ইসলামের পথ থেকে দুরে সরিয়ে রাখা
দুই , অন্যদেরকে ইসলাম গ্রহনের পরিনতি কি ভয়াবহ হতে পারে তা দেখানো।
সেই পরিস্থিতিতে দিনের পর দিন রিমান্ডে নিয়ে আবু জেহেলরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ত কিন্তু মজলুমদের মুখ থেকে ' আল্লাহ ' ছাড়া কিছুই বের করতে পারতনা ।
তবে এরকম একটা সমাজে যেহেতু বেশির ভাগ লোকই বিবেকহীন থাকে তাই তাদের উপর এর প্রভাব পড়ত কোনো সন্দেহ নাই কিন্তু এসব নির্যাতন দেখে হজরত উমরের মত বিবেকসম্পন্ন লোক যে ইসলামের প্রতি ঝুকে পড়বে তা কাফেররা কল্পনাও করেনি ।
আর হাজার হাজার বিবেকহীনের চেয়ে একজন উমরই যথেষ্ট এমন একটি আন্দোলনকে বিজয়ী করার জন্য ! এবং তার বাস্তবতাও তারা দেখেছে এবং বিশ্ববাসীও দেখেছে।
সময় অনেক পেরিয়ে গেছে বিলাল ,খাব্বাবরা নাই কিন্তু তাদের উত্তরসুরীরা এখনও আছে , আবার আবু জেহেল , আবু লাহাবরা নাই কিন্তু তাদের উত্তরসুরীরা আছে,
তবে রিমান্ডের মধ্যযুগীয় বর্বরতা নাই ডিজিটাল বর্বরতা আছে,
মরুভূমির উত্তপ্ত ময়দান নেই কিন্তু চার দেয়ালের ভিতর থেকে আজো ' আল্লাহ ' আল্লাহ ডাক শুনা যায় !
আজো কোটি কোটি বিবেকহিনকে চেয়ে চেয়ে নিরব থাকতে দেখা যায় ইসলামী আন্দোলনের নেতৃত্বকে কিভাবে আবুজেহেলদের উত্তরসুরীরা নির্যাতন ও জুলুম করছে।
আজ যে জুলুম ,নির্যাতন করা হচ্ছে কোনো সন্দেহ এটি একদিন বুমেরাং হবে বাতিলের জন্য ।
এসব নির্যাতন দেখে জন্ম নিবে শত শত দেলোয়ার , শত শত মাসুদ ! এগিয়ে আসবে কেউ হজরত আবু বকর অথবা কেউ হজরত উমর (রা) এর ভূমিকায় ইনশা আল্লাহ।
সত্য সমাগত মিথ্যা অপসারিত হবেই এবং ইসলামের বিজয় আসবেই যদি সেই খাব্বাব ও বেলালের মত ধৈর্য ধরে ঈমানের পরীক্ষায় উত্তীর্ন হতে পারা যায় ।
এরই মাঝে বড় বড় পরীক্ষায় আমাদের নেতারা অবতীর্ন হয়েছে এবং উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন