মানবতাবোধ এমনই হওয়া উচিত।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৬ আগস্ট, ২০১৪, ০৯:৪১:৩১ সকাল
আমরা জানতে পেরেছি গাজায় ইসরাইলি আগ্রাসের ব্যাপারে ব্রিটিশ সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রথম মুসলিম মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি।
এই খবরটি প্রচার হবার পর আর এক বৃটিশ মহিলা Sonya Levene যার দ্বৈত নাগরিকত্ব আছে। একটি বৃটিশ আর একটি ইসরাইলী । এই মহিলা নিজের ইসরাইলী পাসপোর্টটি আগুন ধরিয়ে পুড়িয়ে নিজের মানবতাকে উচ্চ করে বিশ্বের মুসলিম নেতাদেরকে নীচে ফেলেছে। যেমন প্রতিবাদ হবার কথা মুসলমানর নেতারা তা না করে মৌন সম্মতি জানিয়েছে ইসরাইলদেরকে। নীচে ভিডিও ক্লিপ দেয়া হলো ।
(ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান ওয়ার্সি মন্ত্রী ছিলেন। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন মঙ্গলবার সকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমি গভীর অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে আজ সকালে আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আমি গাজা ইস্যুতে সরকারের নীতিকে আর সমর্থন করতে পারছি না।’ ৪৩ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ার্সি ২০১০ সালে মন্ত্রী হিসেবে নিয়োগ পান।)
Sonya Levene নামের ব্রিটিশ মহিলা তার ইসরাইলী পাসপোর্ট পুড়িয়ে দেন ।
British woman burns her Israeli passport।
Sonya Levene, একটি ব্রিটিশ নাগরিক, ইসরায়েলি বাহিনী গাজার উপর অব্যাহত হামলার প্রতিবাদে সোমবার লন্ডনের ডাউনিং স্ট্রিটের সামনে তার ইসরাইলী পাসপোর্ট পুড়িয়ে দেন ।
দ্বৈত ইসরায়েলি নাগরিকত্ব ছিল তার ।
Click this link
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন