ইসলামের সেবায় আওয়ামীলিগের ইতিহাস!
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৪ আগস্ট, ২০১৪, ১০:০১:৪৫ সকাল
কিছুদিন আগে এক মাওলানাকে দেখলাম বি টিভিতে বয়ান করছেন শেখ মুজিব ও হাসিনা এ দেশের ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন।
আবার নারান গঞ্জের কৃতি সন্তান শামীম ওসমান বললেন শেখ হাসিনা একজন আওলিয়া হয়ে গেছেন। এবং আওয়ামী নেতারা প্রায়ই বলেন হাসিনা সকালে উঠে কোরান পড়েন এবং রাত্রে তাহজ্জাত নামাজ পড়েন। ইসলামের খেদমত করছেন।
আবার কিছুদিন পরে বায়তুল মোকার্রামের ইমাম সাহেব বললেন হাসিনার বংশ ওলি আওলিয়ার বংশ ।
আমার প্রশ্ন আওয়ামীলীগ এবং মুজিব হাসিনা যদি ইসলামের এত খেদমতদারী হবেন তাহলে মসজিদ থেকে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে ধরে আনে কেন এবং ইসলামের পক্ষে যারা আছে তাদের সহায়তা না করে তাদের বিরোধীতা করে কেন? রাতের আধারে শাপলা চত্বরে এত আলেম কেন মারা হলো?
এবারে চলুন সরেজমিনে দেখি আওয়ামীলিগের ইতিহাস কি বলে!
-
১. মুসলিম লীগ থেকে নাম রাখল আওয়ামী মুসলীমলীগ
(১৯৪৯),
-
২. কিছুদিন পরে ভারতীয় দাদা- বাবুদের মন যোগাতে মুসলিম
বাদ দিয়ে আওয়ামীলীগ নামকরণ করলো (১৯৫৩),
-
৩. ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজকে কাজী নজরুল ইসলাম কলেজ নামকরণ, পরে আবার (১৯৭২) ইসলাম বাদ
দিয়ে নজরুল কলেজ নামে নামকরণ করলো।
-
৪. ঢাকা শিক্ষা বোর্ডের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত
‘রাব্বি জিদনী এলমা’ (আল্লাহ আমাকে জ্ঞান দাও) বাদ দিয়ে দিল।
-
৫. জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির নাম থেকে মুসলিম
শব্দ বাদ দিল (১৯৭২) সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম বাদ দিল (১৯৭২).
-
৬. দলের নাম থেকে মুসলিম বাদ দিয়ে দাদাদের মন পায়নি, এখন সংবিধান থেকে জাতির মুসলিম পরিচয় বাদ দিয়ে সেক্যুলার পরিচয় গ্রহণ করলো (২০১২)।
-
৭. কোরআনের সরাসরি আয়াত (সুরা নিসা, আয়াত ১১)
বিরোধী উত্তরাধিকার আইন করলো এবং শাস্তির ব্যবস্থা করে মুসলমানদেরকে বলপূর্বক ধর্মীয় বিধান বাদ দিয়ে শয়তানের
তৈরী এই বিধান মানতে বাধ্য করলো (২০১২)।
-
৭. সংবিধান থেকে "মহান আল্লাহর উপর ঈমান ও আস্থা" তুলে দিলো (২০১৩)
৮. সর্বশেষ, ঢাকা শিক্ষা বোর্ডের মনোগ্রামের মত করে কুয়েট এর মনোগ্রাম থেকেও "রাব্বি জিদনী ইলমা" এই আয়াতটি তুলে দিল। ২০১৪।
৯. ইসলামের পক্ষে কথা বলত ২টি টিভি, ইসলামিক ও দিগন্ত । এটা তাদের সহ্য হলো না।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন