সম্মানিত ব্লগার ভাই বোনের কাছে পারমর্শ চাই ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২১ জুলাই, ২০১৪, ০৪:১৭:২৭ বিকাল
গত কিছুদিন থেকে আমি বেশ মর্মাহত এবং কিংকতর্বব্য বিমুঢ় কারণ আমার এক বোন অসুস্থ হয়ে ঢাকায় এসেছে, ডাক্তারী পরীক্ষার পর বোনের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। আমি বাইরে থাকি কি করব কিছুই বুঝতে পারছি না।
বোনের কাছে ফোন করার সাথে সাথে শুধু এই টুকুই বলল যে ভাই " আমার জন্য দোয়া করবেন যেন আমি ঈমান নিয়ে মরতে পারি কারণ আমি জানি ক্যান্সার হলে কেহ বাচে না"
এর কি কোন চিকিৎসা আছে? কোথায় কার কাছে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যেতে পারে ?
তবে ক্যান্সারটি কি অবস্থায় আছে জানিনা ।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আমিন
ঢাকায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র আছে। ক্যান্সার এখন কি অবস্থায় আছে সেটার উপর এর চিকিৎসা নির্ভর করে। আধুনিক কিমো থেরাপি বা সার্জারির মাধ্যমে ক্যান্সার সারান যায়। বাংলাদেশে অবশ্য মিডিয়াম ষ্টেজ এর সার্জারির ব্যবস্থা নাই। সিঙ্গাপুর বা থাইল্যান্ড এ সম্ভব। ভারতেও সম্ভব অথবা পাকিস্তানে ইমরান খানের প্রতিষ্ঠিত হাসপাতালে ভাল ক্যান্সার চিকিৎসা হয়।
অশেষ ধন্যবাদ।
আল'হামদুলিল্লাহ বাংলাদেশে এখন ক্যান্সারের ভাল চিকিতসা ব্যবস্থা এসে গেছে ।
দেখতে হবে সেটা কি স্টেজে আছে । যদি একেবারে আরলি স্টেজে থাকে তাহলে সার্জারী করলেই হয়ত সমস্যা থাকবে না ।
আর যদি এডভান্সড স্টেজে চলে যায় তাহলে সার্জারীর সাথে রেডিও থেরাপী ও কেমোথেরাপী লাগবে ।
মহাখালী ক্যান্সার হাসপাতালে যাবেন । ওরাই ভাল গাইড দিতে পারবে এবং সাথে চিকিতসাও ।
তবে সার্জারী করাবেন অভিজ্ঞ সার্জন দিয়ে ।
বাংলাদেশে ক্যান্সারের কেমো থেরাপী এবং রেডিও থেরাপী ভাল হয় সিরাজগন্জের KYAMCH এ ( খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল)।
আর দেশের বাইরে যদি যেতে চান তাহলে টাটা মেমোরিয়ালে যেতে পারেন ।
যেখানেই চিকিতসা নিন না কেন , আল্লাহ যেন উনাকে সুস্থ করে তুলেন - আমিন ।
ধন্যবাদ দোয়া ও পরামর্শের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন