আল কুরআন অধ্যয়নে অভ্যস্ত হওয়া উচিত। ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৩ জুলাই, ২০১৪, ০৬:১৮:১১ সন্ধ্যা





১২১.) যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা১২২ তাকে যথাযথভাবে পাঠ করে। তারা তার ওপর সাচ্চা দিলে ঈমান আনে। আর যারা তার সাথে কুফরীর নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত।

কুরআন পাক মানব জাতির সঠিক হেদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। তাই এর নাম কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। এ কিতাব শেষ নবী ও শ্রেষ্ঠতম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের

কাছে ওহী যোগে নাযিল করা হয়েছে। এ কিতাব শুদ্ধভাবে পড়ে শুনানো এবং এর সঠিক অর্থ বুঝিয়ে দেয়ার দায়িত্বও রাসূলের উপরই দেয়া হয়েছিল।

আল্লাহ তায়ালা এ কিতাব রচয়িতা এবং রাসূল (সাঃ)- এর ব্যাখ্যাদাতা। মানব জাতির পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি এ কিতাবের শিক্ষার উপরই নির্ভরশীল। তাই এ কিতাব সব মানুষের পক্ষেই পারা সম্ভব। অবশ্য সবাই এ থেকে উপদেশ গ্রহণ করার যোগ্য না-ও হতে পারে। আল্লাহ পাক কুরআন সম্পর্কে বলেছেন,

"এটা মানুষের জন্য এক বিবৃতি এবং মুত্তাকিদের জন্য হেদায়াত ও উপদেশ।"- আল ইমরানঃ ১৩৮

কুরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য কুরআনকে বুঝতে পারাই হলো পয়লা শর্ত। বুঝবার সাথে সাথে তাকওয়ার শর্তও থাকতে হবে। কুরআন যা মানতে বলে তা মানতে রাজী হওয়া এবং যা ছাড়তে বলে তা ছাড়তে প্রস্তুত থাকাই হলো তাকওয়া। কিন্তু যে কুরআন বুঝে না সে কি করে তাকওয়ার পথে চলবে? তাই সবাইকেই পয়লা কুরআন বুঝতে হবে।

অবশ্য কুরআন বুঝবার মান সবার এক হতে পারে না। যার যার যোগ্যতা অনুযায়ী মান ভিন্ন ভিন্ন হবেই। আল্লাহ পাক কারো কাছে থেকেই তার যোগ্যতার অতিরিক্ত দাবী করেন না। কিন্তু দুনিয়ার জীবনে প্রত্যেককেই যে সব দায়িত্ব পালন করতে হয় তা কুরআনের শিক্ষা অনুযায়ী হতে হবে। যারা পড়তে জানে না তারা কুরআনের শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে জেনে নিয়ে তাদের দায়িত্ব পালন করবে।

কিন্তু যারা পার্থিব জীবনের সামান্য ৫০/৬০ বছরের মধ্যে ২০/৩০ বছর শুধু রুজি রোজগারের জন্যই বিভিন্ন শিক্ষায় খরচ করে, তারা যদি কুরআনকে ভালভাবে বুঝবার চেষ্টা না করে তাহলে আখিরাতে আল্লাহর কাছে কী কৈফিয়ৎ দেবে? দুনিয়াতে এত বিদ্যা শিখেও কুরআন সম্পর্কে জাহেল থাকা সত্যিই চরম লজ্জার বিষয়।

যারা কিছু লেখাপড়া জানে তাদের পক্ষে কুরআন বুঝা সম্ভব এবং একটু মনোযোগ দিলে এটা সহজও বটে। আরবী ভাষা যারা মোটামুটি বুঝে তারা কুরআন বুঝতে যে বেশি তৃপ্তি বোধ করে তাতে সন্দেহ নেই। কিন্তু কুরআন বুঝবার জন্য আরবী জানা শর্ত নয়। অন্যকে কুরআন বুঝাতে হলে আরবী অবশ্যই জানতে হবে। কিন্তু আরবী না জানলেও কুরআনের বক্তব্য বুঝা সম্ভব।

আমার দৃঢ় বিশ্বাস যে সত্যি কুরআন বুঝা সহজ। বুঝবার টেকনিক না জানলে সহজ বিষয়ও কঠিন মনে হয়। কিন্তু সঠিক কায়দা কানুন জানলে কঠিন কাজও সহজ হয়। আল্লাহ পাক এ পুস্তিকাটিকে কুরআন অধ্যয়নে আগ্রহীদের জন্য সহায়ক হিসাবে কবুল করুন-- এ দোয়াই করছি।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244386
১৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ কুরআন প্রতিদিন অধ্যায়নের চেষ্টা করব
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৯
190037
আমি মুসাফির লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগল তবে এতটুকু বলব কুরআন বুঝে পড়ার সজাই আলাদা।
244442
১৩ জুলাই ২০১৪ রাত ০৯:৫৫
পুস্পিতা লিখেছেন : এদেশের অধিকাংশ মানুষ এখনও কুরআন অধ্যায়ন মানে শুধু আরবি পড়াকেই বুঝে থাকে...!
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৪১
190038
আমি মুসাফির লিখেছেন : আপনার সাথে আমি সম্পুর্ণ একমত তবে আমাদের এমন কতক আলেম আছেন তারা কুরআন বুঝার উপর কোন ওয়াজ করে না এটা অত্যন্ত দুঃখজনক।
244497
১৪ জুলাই ২০১৪ রাত ০৩:৩৩
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার জ্ঞান দিন ।আমীন।
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৩
190039
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন এবং সেই সাথে আমল করার তৌফিক দিন যেন অন্তত আপনাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File