খালেদা জিয়ার সাথে সুষমা স্বরাজের বৈঠক ঠেকানোর তদবির না করলেই পারতেন ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৬ জুন, ২০১৪, ১২:৩৬:৫৩ দুপুর
খালেদা জিয়ার সাথে বৈঠক ঠেকানোর তদবির
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক ঠেকাতে তদবির করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। অবশ্য এ তথ্য জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে বলেছে, খালেদা জিয়া ও সুষমার মধ্যে বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর প্রথম দ্বি-পাক্ষিক বাংলাদেশ সফরের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতালের কারণে তার সঙ্গে দেখা করেননি। এ নিয়ে তৎকালীন ভারতের কংগ্রেস সরকারের সঙ্গে বিএনপির তিক্ততার সৃষ্টি হয়। এর এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর শুরুর আগ মূহর্তে খালেদা জিয়া-সুষমা স্বরাজ বৈঠক হবে কি না তা নিয়ে আলোচনা চলে আসছিল। সুষমা স্বরাজের বৈঠকের ব্যাপারে নয়াদিল্লী এখনও নিশ্চিত করে কিছু বলেনি। তবে উভয়পক্ষে একটি বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, অতীত অভিজ্ঞতা বিবেচনায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এ ব্যাপারে নীরবে কাজ করছে। খালেদা জিয়ার অফিস থেকেও বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
প্রণব মুখার্জীর সঙ্গে খালেদা জিয়ার দেখা না করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিএনপি নেতারা এ নিয়ে ব্যক্তিগতভাবে ভারতীয় নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। এ ঘটনায় বিএনপির ওপর বেজায় চটে ছিল কংগ্রেস সরকার। একমাত্র কংগ্রেসের সমর্থনে গত ৫ জানুয়ারি বাংলাদেশের একতরফা নির্বাচনে বিএনপিকে এর ‘মাশুল’ দিতে হয়েছিল।
প্রণব মুখার্জী ইস্যু কাজে লাগিয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বুঝাচ্ছে, যেহেতু খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা নেই তাই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর তার সঙ্গে দেখার করার প্রয়োজন নেই। ভারতের নতুন নেতৃত্ব বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী। একইসঙ্গে বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক আয়োজনেও ভারতীয় পক্ষ কাজ করছে।
ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজ সৌজন্য সাক্ষাত্ করবেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছিল সুষমা স্বরাজ যেনো বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ না করেন।
সুষমা স্বরাজের এই সফর নিয়ে আজ বেলা আড়াইটায় বাংলাদেশের তরফে এবং বিকাল পৌনে ৪টায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।
Click this link
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ও ধন্যবাদ উৎসাহের জন্য ।
উনার সাথে দেখা করলে ডঃবদরুদ্দোজা , প্রধান , অলি - এরা কি দোষ করলো ?
খালেদার বর্তমান পজিশন আর এদের পজিশনও তো এক ।
মন্তব্য করতে লগইন করুন