একেই বলে জালেম ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ জুন, ২০১৪, ১১:৪৩:৫৬ সকাল
‘সারা দেশে হত্যা, খুন, গুম, অপহরণ চলছে। নারায়ণগঞ্জে রোমহর্ষক সাত হত্যাকাণ্ড, ফেনীতে পুড়িয়ে খুন, বিহারীদেরকে পুড়িয়ে মারা ও রাজশাহীতে ছাত্রশিবির নেতার পা কেটে নিলেও এসব ঘটনায় জড়িত ক্ষতাসীন দল ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না।’
শামীম ওসমানদের মত গডফাদারকে প্রধান মন্ত্রীর সহায়তা করে দেশকে এক অস্থির অরাজকতার দিকে ঠেলে দেয়া হচ্ছে।
কিন্তু যারা নিরীহ সমাজে কোন উশৃঙ্খল কাজ করে না বা কোন ধ্বংসাত্বক কাজের সাথে সম্পৃত্ত নেই তাদেরকে সরকার দমন পীড়ন করছে। এই জুলুমের শেস কোথায় ?
এদিকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ মিলে দেশের সব অঞ্চলে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদেরকে সরকার মদদ দিতেছে।
আমরা দেখলাম রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের মহিলা শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী জান্নাতুল কারীম সুইটি এবং সেক্রেটারি জেনারেল ডা. শিরিন আকতার রুনাসহ ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের নামে কি কোন আইনভঙ্গের বার্তা ছিল?
অথচ অন্যায়ভাবে বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে সবুজবাগ থানার দক্ষিণ গোড়ান এলাকার শান্তিপুর মসজিদের পাশের একটি ভবনের সামাজিক অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
আটকদের পরিবারের দাবি, সেখানে তারা পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআনের তালিমে অংশ নিয়েছিলেন। খিলগাঁও থানার ডিউটি অফিসার ওয়াহিদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকদের থানায় নিয়ে আসার পর এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’ কোন অপরাধ ছাড়া তাহলে কেন ধরা হলো ? এ প্রশ্নের জবাব দেবে কে? সরকারের মানুষগুলো আজ পশুর চেয়েওে নিম্ন স্তরে পৌছে গেছে নইলে চোরবাটপাড়দের ছেঢ়ে কুরআন হাদীস তালিমদাতাদের কেন ধরবে?
Click this link
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও অনেক ধন্যবাদ।
বোন একএে হওয়া দরকার ছিল না। অতীত
থেকে শিক্ষ্যা নেওয়া উচিৎ ছিল। অতীতেও দ্বীনি
বোনদের জাহেলী সরকার অত্যাচার চালিয়েছে।
ইসলামী আন্দোলনের ভাই বোনদের মেধা এবং প্রজ্ঞা থাকা উচিৎ।
অশেষ ধন্যবাদ।
কবে যে এই জালেমের বিদায় হবে এই প্রত্যাশায় আছি।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন