উধাও যেন দেশের এক নতুন সংস্কৃতি ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৯ জুন, ২০১৪, ০১:৫০:৫৫ দুপুর
চারপাশে চোখ মেলুন ।
দেখবেন শুধু উধাওয়ের রাজত্ব।
বিদ্যালয় থেকে বিদ্যা উধাও।
ঘর থেকে ঘরনী উধাও।
বুদ্ধিজীবিদের মাথা থেকে বুদ্ধি উধাও।
গান থেকে কথা ও সুর উধাও।
কবিতা থেকে ভাব ও ছন্দ উধাও।
রাজনীতি থেকে নীতি উধাও।
মন্ত্রী মিনিস্টারের পেট থেকে গিলা-কলিজা উধাও।
এদের চক্ষু থেকে লাজলজ্জা উধাও।
বিদেশীদের দেয়া স্বর্ণের ক্রেষ্ট থেকে স্বর্ণ উধাও।
ফলে দেশের ভাবমূর্তি থেকে আত্মসম্ভ্রমের ভাবটি উধাও।
বিচারালয় থেকে বিচার উধাও।
মানুষের মন থেকে শান্তি উধাও।
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি উধাও।
প্রেমিক-প্রেমিকার মন থেকে প্রেম উধাও।
নদী থেকে পানি উধাও।
মানুষের বুক থেকে সাহস উধাও।
গুমের ভয়ে মানুষের চোখ থেকে ঘুম উধাও।
আওয়ামী লীগ থেকে আওয়াম(জনতা) উধাও।
নির্বাচন থেকে ভোটার আর প্রতিদ্বন্দ্বী দুটোই উধাও।
সরকারের উপর থেকে জনগণের সমর্থন উধাও।
এখন প্রধানমন্ত্রী বিদেশ গেলে বিমান বন্দর থেকে ভিভিআইপি অভ্যর্থনা উধাও।
এটি উপলব্দি করার মতো বোধ ও মনন আমাদের থেকে উধাও।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন