" মানুষ আমাদের বিপুল ম্যান্ডেট দিয়ে পুনর্নির্বাচিত করেছেন", মুহিত সাহেব কতটুকু সত্য বলেছেন?

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২১ মে, ২০১৪, ০১:২৮:১৫ দুপুর



আমাদের এই রাবিশ বলা মন্ত্রী সাহেব নিজের গুণে অনেক গুণান্বিত তিনি এযাবৎ যে সব মন্তব্য করেছেন তার প্রতিটা মন্তব্যই সমালোচিত হয়েছে কারণ সব মন্তব্য গুলি ছিল বিবেক বর্জিত হাসিনাকে তুষ্টকরন এখন এতবড় মিথ্যা বললেন যে "মানুষ আমাদের বিপুল ম্যান্ডেট দিয়ে পুনর্নির্বাচিত করেছেন"? টাকার কাছে কি মান সম্মান বিবেক বলে কিছুই থাকতে নাই? তাহলে এরা কি ভাবে জনসেবা করবে?

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অর্থমন্ত্রী এমন কথা বলেন ।

বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমরা পাঁচ বছরের জন্যে এসেছি, পাঁচ বছরই থাকব।’

তিনি বলেন, ‘বিগত নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আরেকটি নির্বাচন হবে। এটা আমরা চেয়েছিলামও। এজন্য একটি ছোট দল হওয়ার পরও বিএনপিকে আরেকটি নির্বাচনের সুযোগ দিতে চেয়েছিলাম।’ ‘কিন্তু মানুষ আমাদের যে বিপুল ম্যান্ডেট দিয়ে পুনর্নির্বাচিত করেছেন, তাতে আর মেয়াদের আগে নির্বাচনের প্রয়োজন নেই।’

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছি।

বিশ্ব অর্থনৈতিক মন্দার পরও দেশের অর্থনীতিকে সুরক্ষা দিয়েছি। মুহিত বলেন, সিলেটের উন্নয়নে বিশেষ বরাদ্দ না থাকলেও তার প্রচেষ্টায় গত পাঁচ বছরে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরও হবে। এ সময় সিলেটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। পুরো রাস্তা চার লেন না হলেও অধিকাংশ জায়গা চার লেন করা হবে।

জাতীয় বাজেটের আকার অতীতের সকল সময়ের চেয়ে বিগত পাঁচ বছরে অনেক গুণ বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে বাজেটের আকার বর্তমানেরও দ্বিগুণ হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে না গিয়ে তিনি নির্বোধের মতো কাজ করেছেন। এতে তিনি নিজেও ডুবেছেন, দলকেও ডুবিয়েছেন।’

মুহিত আরও বলেন, খালেদা জিয়া সব সময় জালিয়াতি করেন। তিনি ভাবতেও পারেন না, জালিয়াতি ছাড়া ভালো কিছু হতে পারে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার দায় একান্তভাবেই বিএনপির বলেও মন্তব্য করেন মন্ত্রী।

Click this link

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224138
২১ মে ২০১৪ দুপুর ০২:১৩
ভিশু লিখেছেন : কথাটি অমন সত্য যে, যদি তিনি বলতেন > আমি রাবিস-রাবিস করলেও আমি কিন্তু রাবিস নাহ!
২১ মে ২০১৪ বিকাল ০৪:৫৪
171469
আমি মুসাফির লিখেছেন : এমন গুণধর বিদ্বান ব্যক্তিরা যদি নিজেদের মত তুলে ধরতে না পারেন সর্বদা পদলেহনে ব্যস্ত থাকেন তাহলে লেখাপড়া শিখে কি অর্জন করতে পেরেছে ? নিজেকে রাবিশ হিসাবে পরিচিত করতে পেরেছেন ঠিকই?
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
224174
২১ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ‌উনি সত্য বলেছেন না মিথ্যে বলেছেন তা জাতির কাছে ছেড়ে দেয়া উচিত।
২১ মে ২০১৪ বিকাল ০৪:৫৯
171472
আমি মুসাফির লিখেছেন : জাতির মাঝে তো আপনিও পড়েন তাই আপনার ও কর্তব্য উনার সত্যটা যাচায়ের। ধন্যবাদ।
224181
২১ মে ২০১৪ বিকাল ০৪:১২
পুস্পিতা লিখেছেন : আওয়ামী মন্ত্রীরা সত্য বলেন বলে কি আপনি মনে করেন?!
২১ মে ২০১৪ বিকাল ০৫:০৩
171477
আমি মুসাফির লিখেছেন : আমি সরাসরি বলব আওয়ামীরা সত্য বলে না তবে এমন কিছু ব্যক্তি আছে অন্তত তারা সঠিক কথাটি বলতে পারে কিন্তু তারাও যে নীচু মনের পরিচয় দেয় এখানেই আমার খোভ ।

মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
224215
২১ মে ২০১৪ বিকাল ০৫:০২
আমি মুসাফির লিখেছেন : আমি সরাসরি বলব আওয়ামীরা সত্য বলে না তবে এমন কিছু ব্যক্তি আছে অন্তত তারা সঠিক কথাটি বলতে পারে কিন্তু তারাও যে নীচু মনের পরিচয় দেয় এখানেই আমার খোভ ।

মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
224462
২২ মে ২০১৪ রাত ০১:৫৪
মাটিরলাঠি লিখেছেন : এদেরতো কোন মুখ নাই, দুনোটাই ...
২২ মে ২০১৪ রাত ০৮:১৯
172023
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File