জানা থেকে আর একটু জানি ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০২ জুলাই, ২০১৪, ০৫:৩৪:১৭ বিকাল
সারা পৃথিবীতে যার বিরুদ্ধে বেশী সোচ্চার এবং যা নাস্তিক মুশরিক কাফির মুনাফিকদের অন্তরের জ্বালা তা হলো মুসলিম নারীদের হিজাব । সেই হিজাবকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে নানা ভাবে । দেখা গেছে এটা শুধু মুসলমানদের নয় অমুসলিমরাও পছন্দ করে কিন্তু তারা না বোঝার জন্য বিরোধীতা করে আবার অনেকে বুঝেও বিরোধীতা করে।
এখানে যে গল্পটি দেয়া হলো তাতে পরোক্ষভাবে হিজাবী মহিলাদেরকেই সবাই চায় ।
একজন ব্রিটিশ লোক, এক হুজুরকে জিজ্ঞেস করলো, 'একজন পুরুষের সাথে একজন মহিলার হাত মেলানো (হ্যান্ডশেক করা) ইসলামে নিষিদ্ধ কেনো?'
হুজুর বললেন, 'আপনি কী রাণী এলিজাবেতের সাথে হাত মেলাতে পারবেন?' ব্রিটিশ লোকটি বললো, 'অবশ্যই নয়, শুধুমাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট লোকরাই তার সাথে হাত মেলানোর সুযোগ পায়।'
তখন হুজুর বললেন, 'আমাদের কাছে আমাদের নারীরা তেমনি রাণীর মত সম্মানিত এবং নারীরা কোন অপরিচিত ব্যক্তির সাথে হাতমেলায় না।'
ব্রিটিশ লোকটি হুজুরকে আবার জিজ্ঞেস করলো, 'আপনাদের নারীরা কেনো শরীর ও চুল ঢেকে রাখে?'
হুজুর হাসলেন এবং দু'টি মিষ্টি নিলেন। তিনি একটি মিষ্টি খোলা রাখলেন এবং অপরটিকে ঢেকে নিলেন। তারপর তিনি দু'টি মিষ্টিকেই নোংরা মেঝেতে ফেললেন এবং ব্রিটিশ লোকটিকে প্রশ্ন করলেন, 'আমি যদি আপনাকে এই দু'টি মিষ্টির একটি বেছে নিতে বলি আপনি কোনটি বেছে নিবেন?'
ব্রিটিশ লোকটি উত্তর দিলো, 'অবশ্যই যেটি ঢাকা আছে সেটি।' হুজুর বললেন, 'ঠিক এভাবেই আমরা আমাদের নারীদের মুল্যায়ন করি ও দেখি।'
তারপর ব্রিটিশ সত্য উপলব্ধি করে নীরব হয়ে গেলেন।
(আসুন আমরা আল্লাহ তায়ালার দেয়া দায়িত্ব পালন করি । আল্লাহ আমাদের কবুল করুন । আমীন)
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
রমযানের শুভেচ্ছা...
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন