সবাই দেশের সার্থের পক্ষে এরা কেন বিপক্ষে ?
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০২ মে, ২০১৪, ১২:৪১:৪৯ দুপুর
তিস্তার পানির দাবিতে যখন আন্দোলন চলছে,
তিস্তার পানির হিস্যা নিয়ে যখন ভারতের সাথে টানাপেড়েন চলছে,
তিস্তার পানির জন্য যখন চারিদিক থেকে মানুষ সরব হয়ে উঠছে,
তিস্তার পানির জন্য যখন পরিবেশবিদরা চরম উৎকন্ঠায় আছে এবং
তিস্তার পানির অভাবে যখন সেচ প্রকল্প চরমভাবে ব্যহত হছেচ,
ভারতের কাছ থেকে আদায় করার জন্য বামরা যখন লংমার্চ করছে
বি এন পি যখন লংমার্চ করছে
সুশীলরা টকশোর মাধ্যমে ভারতকে চাপের জন্য বলছে ঠিক তখনই মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে ‘তিস্তার পানি চাই না, পানি চুক্তির দরকার নাই’ এমন দাবি তুলেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতারা।
গত ২৫ এপ্রিল শুক্রবার সকালে ওই উপজেলার পারুলিয়ার চরে মানববন্ধন শেষে এক সাংবাদিক সম্মেলনে ‘তিস্তা পূর্ব তীর রক্ষা কমিটি’র ব্যানারে এ দাবি তুলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন।
তাহলে কি এই আমলীগরা এই দেশের মানুষ না তারা কি ভারতের ? তাদের কি কোন ক্ষতি হবে না ? না তারা এদেশে সব কিছু শেষ করে ভারতে চলে যাবেন।
কি অদ্ভুত তাদের যুক্তি, তারা উল্লেখ করেন, এবার তিস্তার পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২৬ টি ইউনিয়নের ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে। এছাড়া ৬০ হাজার পরিবার তাদের বসত বাড়ি ফিরে পেয়েছে। যে কারণে তিস্তার পানি না আসায় উত্তম। আরো যুক্তি তুলে ধরে বলা হয়, ‘সৌদি আরবে নদী নেই, সেখানে জীববৈচিত্র্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ে না। আমাদের এ অঞ্চলে নদী না থাকলে এলাকাজুড়ে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। তাছাড়াও বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও এ অঞ্চলের মানুষরা রক্ষা পাবে।‘ -
আওয়ামীদের এহেন কর্মকান্ড দেখে এটাই বুঝতে পারি যে, ‘হয়তো বা তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন আর এজন্য ৫ই জানুয়ারীতে তাদেরকে এমন অবৈধ ভাবে আনা হয়েছে ।
Click this link
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন