শাহবাগ থেকে শাহবাগি..

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১২ এপ্রিল, ২০১৪, ১২:১৩:১৮ দুপুর



"শাহবাগী"

আজ একটি গালিতে পরিনত হয়েছে। কাউকে শাহবাগি বললে সে যতবেশী কষ্ট পায়, অন্য কিছু বললে বোধ হয় ততটা কষ্ট পায়না।

ব্যাপারটা প্রথম উপলব্ধি করা গেল ৭১ টিভির একটি টকশো চলাকালিন সময়। ডিফেন্স টিমের সদস্য এডভোকেট তাজুল ইসলাম সেদিন কি একটা কথায় শাহবাগি শব্দটি উচ্চারন করায় সুশীল সাজোয়া অভিনেত্রী রোকেয়া প্রাচী হঠাত করেই খুব মাইন্ড খেয়ে বসলেন। বুঝা গেল, যে কাজটি তারা এতোদিন ধরে করে আসছিল, সে কাজ স্মরন করে কেউ তাদেরকে সে নামে ডাকুক তারা তা আর চায়না... যাক বাবা একটু চক্ষু লজ্জা হয়েছে বলে মনে হলো।

এখন আর শাহবাগি শব্দটি আক্ষরিক অর্থের শাহবাগে অবস্থান কারীদেরকে বোঝায়না। বরং, শাহবাগে যেসব কার্যক্রম পরিচালিত হত, সেসব কার্যক্রম যারা পরিচালনা করে, তাদেরকে এক কথায় শাহবাগি হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

শাহবাগি আজ একটা শব্দ, শাহবাগি আজ এক গালির নাম...। শাহবাগিদের নানান গুনাগুনের মধ্যে চাঁদাবাজি, নিজেদের মধ্যে কামড়া-কামড়ি নতুন সংযুক্ত হয়েছে...

জাগরুক থাকুক শাহবাগ, জাগরুক থাকুক তারা মানুষের ধিক্কার সাথে নিয়ে...

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206376
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
এহসান সাবরী লিখেছেন : সবার মার ঠেকাতে পারবেন,কিন্তু খোদার মার
ঠেকানো অসম্ভব। নাস্তিকদের খোদা তার অপার
ক্ষমতার কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
কারিশমা দেখাচ্ছেন মাত্র!
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
155154
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই নাস্তিকদের প্রতি মহান আল্লাহ খুশী না যদিও তারা এ নিয়ে মাথা ঘামায় না কিন্তু তাদের শাস্তি দুনিয়া ও আখেরাতে হবেই।

আর আপনার মন্তব্যটাই সঠিক একমত। ধন্যবাদ আপনাকে।
206389
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৭
নূর আল আমিন লিখেছেন : আজ শাহবাগ নামটার এত্ত কলংক থাকতোনা যদি নাস্তিকরা যৌনজাগরণ মঞ্চ তৈরী না করতো
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
155157
আমি মুসাফির লিখেছেন : তাদের কার্যকলাপ ছিল জঘন্য যার জন্য সাধারণ মানুষ এত বিতশ্রদ্ধ হয়ে গিয়েছে।
206421
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৭
রাইয়ান লিখেছেন : ভালো লিখেছেন .... শুভেচ্ছা ...
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
155158
আমি মুসাফির লিখেছেন : শুভেচ্ছার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
207022
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৯
ঘাড় তেড়া লিখেছেন : আমার বোন সেদিন বলছিল...

তার শাহবাগী ননদের বিয়ে নিয়ে অনেক ভেজাল হচ্ছে...
শাহবাগী ছেলেরা ও নাকি রাজি হচ্ছে না বিয়েতে...

১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
155743
আমি মুসাফির লিখেছেন : কারণ শাহবাগী ছেলেরা জানে শাহবাগের মেয়েরা কেমন তাই জেনেশুনে কিভাবে সে গ্রহণ করবে যদিও শাহবাগী ছেলেটাও ভাল না। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File