সবাই চলে সামনে যায় আমরা কেন পিছনে যাই ??
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১০ এপ্রিল, ২০১৪, ১১:১৯:০৪ সকাল
ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা আওয়ামীরা নিয়েছে তা আজ সারা বিশ্বের মানুষ অবগত আর বাংলাদেশের মানুষ তা প্রতি পরতে পরতে টের পাচ্ছে । আমরা যেন এই আওয়ামী চক্রে পড়ে পিছনে হাটা শুরু করেছি । সারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র যখন এগিয়ে সামনে চলেছে আমরা কিন্তু সামনে না গিয়ে পিছনে চলতে শুরু করেছি ।
৭.৫ কিংবা ৬.৫ নয় : বিশ্বব্যাংক বলেছে এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৪ শতাংশে নেমে আসবে আবর ্ও বলা হচ্ছে যে এই ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি মোটেও অসন্তোষজনক নয় কারণ হিসাবে বলা হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করলে এটি সন্তোষজনক বলে বিশ্বব্যাংক মনে করে।’
অন্যান্য দেশের মধ্যে ভারতে ৪.৮, নেপালে ৩.৮, পাকিস্তানে ৩.৪, শ্রীলঙ্গায় ৭.৪ অর্জিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
আমরা দেখছি চারিদিকে শুধু লুট তরাজ যে যেভাবে পারছে সে সেভাবেই লুটতরাজ করছে । সোনালী ব্যাংক কৃষি ব্যাংরক এবং বেসিক ব্যাংকে দখা গেল টাকা কিভাবে লুঠে নিয়ে পালানো হচ্ছে ।
সরকার যেন এই লুট তরাজের বাজার বসিয়েছে । আবার গণজাগরণ নিয়েও টাকা লুটপাটের কথা শুনা যাচ্ছে । আরো যে কতভাবে লুট হচ্ছে যা আমাদের গোচরে আসে না। এত সবের মাঝে দেশ কিভাবে এগিয়ে যাবে ?
এমন অবৈধ অস্থিতিশীল সরকার যতদিন থাকবে সামনের পরিবর্তে পিছনেই পড়ে থাকতে হবে তাইআমাদের যত তাড়তাড়ি শুভবুদ্ধির ্দয় হবে এই অস্থিতিশীল সরকারকে বিদায় করে স্থিতিশীল সরকার আনার আপ্রাণ চেষ্টা করতে হবে নইলে সমুহ বিপদ সামনে হাতছানি দিতেছে ।
Click this link
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন