ইসলামী জীবন দর্শনের ভিতরের এবং বাইরের নারীদের খন্ড জীবনচিত্র ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২২ মার্চ, ২০১৪, ০২:৪৫:০৪ দুপুর



ইসলাম সর্বকালের মানুষের জন্য মহান আল্লাহ্‌ প্রদর্শিত জীবন দর্শন, জীবনাদর্শ ও পথ নির্দেশিকা। মানবতার কল্যাণ ও মুক্তি ইসলামেই নিহিত। তাই ইসলাম জীবনাদর্শের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ও সভ্যতাই প্রকৃতপক্ষে সুস্থ সমাজ ও সুষ্ঠু সভ্যতা। যার উদাহরণ এই





আবার ....

ইসলামী জীবন দর্শনের বাইরে মানুষের মনগড়া মতাদর্শের ভিত্তিতে যুগে যুগে দেশে দেশে যে সকল সমাজ ও সভ্যতা গড়ে উঠেছে সে সকল সমাজ ও সভ্যতা কোন ক্রমেই কল্যাণমুখী সমাজ ও সভ্যতা হতে পারেনি। বরং হয়েছে প্রকৃতি বিরোধী, বিকৃত ও মানবতা ক্ষয়িষ্ণু সভ্যতা। যেমন দেখুন এই চিত্রে ....





প্রাগৈতিহাসিক কালের আদ, সামুদ, লুত ও ফেরাউনী সভ্যতা, ঐতিহাসিক যুগের গ্রীক, রোম, পারস্য ও ভারতীয় সভ্যতা এবং বর্তমান যুগের বস্তুবাদী পাশ্চাত্য সভ্যতা খোদাবিমুখ মানবতা বিরোধী বিকৃত সভ্যতারই উদাহরণ।





বিকৃত ও ভ্রষ্ট সভ্যতার একটি সবচেয়ে বড় উপাদান হল নগ্নতা ও বেহায়াপনা, যা নারী জাতির সতীত্বের অবমাননা করে। এটা মূলতঃই শয়তানী কাজ। অধুনিক বস্তুবাদী সভ্যতা নারী-পুরুষের সমতার নামে পুরুষের সকল অংগনে নারীকে টেনে এনে যেমন মাতৃত্বের সঠিক দায়িত্ব থেকে তাকে সরিয়ে রাখতে চাচ্ছে; তেমনি নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ দানের দ্বারা গোটা মানব সভ্যতাকেই একটি ভ্রষ্ট পাশবিক সভ্যতায় পরিণত করতে চাচ্ছে।





দেখুন মুসলিম বিশ্ব কিভাবে পাশ্চাত্যের এই ভ্রষ্ট নারীবাদী প্রচারণার শিকার হয়ে নিজ সভ্যতাকে ধ্বংস করছে।

বিষয়: বিবিধ

২২৭৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196160
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : পাশ্চাত্যের চেয়ে হিন্দুয়ানী নারীবাদী প্রচারণার বেশি শিকার আমরা
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৬
146275
আমি মুসাফির লিখেছেন : কারণ টিভি খুললেই তো দাদাদের দেশের সংস্কৃতির ব্যাপক প্রসার দেখছে এবং তাতেই মগ্ন হয়ে যাচ্ছে মুসলমান নারীরা। পাশ্চাত্যের সংস্কৃতি এত নাগালে নাই তাই। ধন্যবাদ।
196172
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৯
হতভাগা লিখেছেন : উপরে হিজাব করা যে সব মহিলাদের ছবি দিলেন তা কোন আরব দেশের হবে।

বাংলাদেশে মনে হয় এরকম কোন কিছু নাই তাই মনে হয় দেন নাই ।

হিজাবি আপুরা দেখি মাঠে বসে ডিসকাস করছে । তাদের কি রিডিং রুম নেই ?

আধুনিক আপুরা কি ফ্ল্যাশ মব খেলছে ?
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
146291
আমি মুসাফির লিখেছেন : দেশের বা দেশের বাইরে যেখানের হোক সার্বিক মুসলমান নারীদের ইসলামের বাইরের ও ভিতরের শালীনতা বোধটাই দেখানোই উদ্দেশ্য ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
146404
হতভাগা লিখেছেন : শালীনতা বোধ বোঝাতে কি নিজের দেশেরটা দেখানো যেত না যেখানে অশালীনতার উদাহরন টানতে দেশেরটাই ব্যবহার করেছেন ?
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৬
146627
আমি মুসাফির লিখেছেন : হা দেখানো যেত । ২/১টা ছবি দেয়া যেত। আপনার কথা আমি সমর্থন করি।
196183
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ছেলেদের মত মেয়েদেরও শখ আহলাদ থাকতে পারে। তাদের ঘরের মধ্যে বেধে রেখে তো জাতি ও সমাজ অগ্রসর হতে পারে না।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
146321
আমি মুসাফির লিখেছেন : হা আমিও স্বিকার করি ছেলেদের মত মেয়েদেরও শখ আহলাদ থাকতে পারে । ইসলাম তো মেয়েদেরকে ঘরের মাঝে বেধে রাখতে বলেনি, শালীনভাবে শালীন পোষাকে চলাফেরা করার কথাই বলেছে ।
এখানে নগ্নতার শুপারিশ কেন কেন ?? এটাই সমস্যা।
196196
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
মাজহার১৩ লিখেছেন : মেয়েদের যে উন্নত বক্ষ দিয়েছে, সেটা যদি না দেখায়, তাহলে যুবকদের যৌনবাসনা সুপ্ত থেকেই মরে যাবে। তাহলে নারীরা ধর্ষিতা হবে কিভাবে? ধর্ষন শব্দটা তো অভিধান থেকে মুছে যাবে!
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:১১
146322
আমি মুসাফির লিখেছেন : ঠিকই বলেছেন এই প্রগতির ধারক বাহকরা এটাই চায় কারণ তাদের চরিত্রটাই উপভোগ তা যত অসভ্যমানেরই হোক। এবং সমাজে দেখছিও তাই ।
মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
196400
২২ মার্চ ২০১৪ রাত ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৬
146628
আমি মুসাফির লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File