হাফেজ ইব্রাহীমের ফাঁসি কার্যকর হতে পারে
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ মার্চ, ২০১৪, ০৫:২২:০৯ বিকাল
যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীরা বাতিল ও তাগুতি শক্তির রোষানলে পড়ে পবিত্র কুরআনের বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। অহরহ জীবন দিচ্ছে শাসক শ্রেণীও মুনাফিক মুসলমান হওয়ার কারণে কাফের মুশরিকদের হয়েই কাজ করছে ।
মিশরের ইসলামী আন্দোলনের এক ভাই তার ফাসি হতে যাচ্ছে ইসলামী আন্দোলন করার কারণে । এটাইতো মুসলমানের কাজ । ইসলামী আন্দোলন ফরজ সকল মুসলমান ভাইকে করা উচিত কিন্তু আমরা যেন সব ভাগ হয়ে গেছি ।
এই ভায়ের জন্য দোয়া করতে হবে যেন মহান আল্লাহ এই ভাইকে শহীদ হিসাবে কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।
ইসলামী আন্দোলন করার জন্যে আজ
হাফেজ ইব্রাহীমের ফাঁসি কার্যকর হতে পারে,
মিশরে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি'র সমর্থক হওয়ায়
এবং ইসলামের পথে মানুষকে আহবান করা
আর মসজিদ গুলোতে দ্বীনের দাওয়াত সহ
হিফজুল কোরআন শিক্ষা দিতেন বলে
মিশরের জালিম সরকার জেনারেল সিসি আজ
হাফেজ ইব্রাহীম কে ফাঁসি দিতে পারেন।
তার অপরাধ একটাই তিনি বাতিলের বিরুদ্ধে ছিলেন
এবং সত্যের পথে মানুষকে আহবান করা।
হে আল্লাহ
তুমি ইসলামী আন্দোলনের ভাই-বোনদের
কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করো,
আমীন,#আমীন,আমীন.........
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ।
তুমি ইসলামী আন্দোলনের ভাই-বোনদের
কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করো,
মন্তব্য করতে লগইন করুন