চেতনাজীবিরা কই ? চেতনা কি সব হারিয়ে ফেলেছে নাকি !

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৮ মার্চ, ২০১৪, ০৭:৪০:২৪ সন্ধ্যা



৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত

লাল-সবুজ পতাকাকে যখন কুকুরের

গায়ে জড়ানো হয় , তখন কি জাতীয়

পতাকার অবমাননা হয়না ?

অথচ আওয়ামী স্বার্থের বিরোধী হলেই পাকিস্তানীপন্থী বা রাজাকার বা মুক্তিযদ্ধের চেতনা বিরোধী হয়ে যায় সে যেই হউক না কেন?

দেখুন আওয়ামী দালাল ও ভারতীয়

এজেন্ট বিএফডিসির মহাপরিচালক

পিযুষ বন্দোপ্যধ্যায়ের স্ত্রী পোষা কুকুরের

গায়ে কিভাবে জাতীয় পতাকা জড়িয়েছে !

এ দুঃখ ও ক্ষোভ মিটাবো কিভাবে ?

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194259
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা করলে চেতনা অন্য কেউ করলে অবমাননা..কি আর বলব।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
145072
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু । তাহলে এরা কি এমন পর্যায় পৌছেছে?
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
145073
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু । তাহলে এরা কি এমন পর্যায় পৌছেছে?
194260
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিটিজি৪বিডি লিখেছেন : ওরা করলে চেতনা অন্য কেউ করলে অবমাননা..কি আর বলব।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৪১
145075
আমি মুসাফির লিখেছেন : যদিও বলার কিছুই নাই তবুও ওদের প্রতি চরম ঘৃণা হয় ।
194272
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
আবু জারীর লিখেছেন : আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে লোকটা চামে দড়ি টুপি এবং শেষ পর্যন্ত জাতীয় পতাকার ও অপমান করল। তার পরেও ভণ্ডরা নাকি দেশ প্রেমিক? অসম্প্রদায়িক?
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
145081
আমি মুসাফির লিখেছেন : হা এরাই তো দেশ প্রেমিক কারণ আবুল হোসেন পদ্মা সেতুর টাকা চুরী করে ধরা পড়ে হয়েছিল দেশ প্রেমিক আর রাজীব ইসলামের অবমাননা করে হয়েছিল শহীদ এদের কান্ডজ্ঞান কতটুকু লোপ পেয়েচে তা তাদের কর্মকান্ডে ও কথাবার্তায় ষ্পষ্ট। ধন্যবাদ।
194273
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : কুকুর বিশ্বস্ত জীব। এর আচরণের সাথে যথেষ্ট মিল আছে। শুধু আশ্বিনের টানাটানি ব্যতিরেকে। এ পতাকা তো ওদের গায়েই মানায়। ...বলতে নেই। ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৪৭
145085
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু । এরা কি তাই নয় ?
মানবিক সব বোধ এরা হারিয়ে ফেলেছে।
194283
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:১১
নীল জোছনা লিখেছেন : কুত্তাটা দেশী পাকিস্তানী নয় তাই জড়ানো জায়েজ আছে।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৪৮
145086
আমি মুসাফির লিখেছেন : আপনি যা তাই মনে করা স্বাভাবিক।
ধন্যবাদ।
194294
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই এটা জাতি কুকুর, শাহবাগি । সমস্যা নাই।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫০
145088
আমি মুসাফির লিখেছেন : জাতি কুকুর বলে পতাকা কেন জড়াবে তাদের সুন্দর সুন্দর কাপড় আছে তা দিয়ে কুকুরকে শোভাবর্ধন করুক।
194295
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৩২
ফেরারী মন লিখেছেন : এটা ভালোবাসার বহিঃপ্রকাশ
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫২
145091
আমি মুসাফির লিখেছেন : ভালবাসা যদি এমন হয় যার মাঝে সবার স্বাথ জড়িয়ে আছে তা দিয়ে প্রকাশ করতে হবে তা আর যাই হোক ভালবাস বলা যাবে না। নিজের প্রিয় কোন জিনিস দিয়ে কুকুর কেন শুকরকেও জড়িয়ে রাখুক।
194308
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কইয়া আর কিলাভ??????
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
145093
আমি মুসাফির লিখেছেন : কাদেরকে বলবেন যাদের বোধই নেই। এটাও বুদ্ধিমানের কাজ।
ধন্যবাদ।
194310
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : ওটা বোধহয় কুত্তা লীগের এক জন৷
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
145094
আমি মুসাফির লিখেছেন : আপনার ধারণা হয়ত সত্য হতে পারে।
১০
194339
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
আকতার হোসাইন লিখেছেন : ওরা আসলে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে আর কিছু নয়।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৪
145095
আমি মুসাফির লিখেছেন : এটাতো এখন ওপেন সিক্রেট । বুঝার জন্য ধন্যবাদ।
১১
194363
১৮ মার্চ ২০১৪ রাত ১০:২৪
বুঝিনা লিখেছেন : শেখের পোলা লিখেছেন : ওটা বোধহয় কুত্তা লীগের এক জন৷
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
145096
আমি মুসাফির লিখেছেন : অসত্য কিছুই নয় এমনটি হতেই পারে। ধন্যবাদ।
১২
194372
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৫১
বদর বিন মুগীরা লিখেছেন : চ্যাতনা চ্যাতনাধারীদের নিজস্ব সম্পত্তি।ওরা যেখানেই যা করুক,সবই চ্যাতনার অংশ।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৬
145098
আমি মুসাফির লিখেছেন : এমন অস্বাভাবিক চেতনা হলে তো যত্রতত্র কিলাকিলি হতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File