"দেরীতে হলেও উপলব্ধি হতে শুরু করেছে "।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৫ মার্চ, ২০১৪, ০৫:৪৮:০১ বিকাল
এই কথাগুলো আগেও লেখা হয়েছিল এই ব্লগে পুনরায় দিতে বাধ্য হলাম পরিবেশ পরিস্থিাতর কারণে । সেদিন সাংস্কৃতিক আগ্রাসনে যা দেখলাম তাতে বিবেকবান মানুষের চেতনায় চরম আঘাত লেগেছে ।
উপরোক্ত উক্তিটি অনেক আগে বঙ্গবীর সাহেব কোন এক জায়গায় বলেছিলেন কেন বলেছিলেন কোন উপলব্ধিতে বলেছিলেন তা তার নিজস্ব ব্যাপার আর সবাই কি তার সাথে একমত কিনা তাও সকলের নিজস্ব ব্যাপার । তবে জামাত তখন যা উপলব্ধি করেছিলেন তার প্রমাণ এখন সত্যিকার ভাবেই দেখতে পারছি । ভারত চায় বাংলাদেশে এক ভারতেরই সেবাদাস মুলক শাসক থাকবে যা ভারত বলবে তাই তারা জি হুজুর বলে পালন করবে এবং সর্বদা ভারতের প্রয়োজনকেই প্রধান্য দিবে।
এতদিন পরে এসে বিষয়টা পরিষ্কার হতে শুরু করেছে । তাহলে পাকিস্তানীদের শোষণ ও শাসন থেকে মুক্তি লাভ করে আমরা কি পেলাম ? ভারতের গোলামী ??? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে ।
১৯৭১ সালে পাক বাহিণী বাংলাদেশীদের উপর যে ভাবে গুলি করে মানুষ হত্যা করেছিল, অত্যাচার, জুলুম ও ধর্ষন করেছিল তারই প্রতিধ্বনি দেখতে পাচ্ছি এই আওয়ামীদের কার্যকলাপের মাঝে । মনে হচ্ছে এরাই যেন সেই সময় পাকিস্তানী বেশে ভয়ংকর ও নির্মম কান্ড করেছিল তাই সেই পাক হানাদার বাহিনীর সাথে আওয়ামী হানাদার বাহিনীদের মাঝে পার্থক্য দেখতে পারি না বরং হুবহু মিল খুজে পাই।
এখন এসব প্রশ্নের জবাব খোজার সময় এসেছে জনাব বঙ্গবীর সাহেব যেভাবে উপলব্ধি করেছেন দেশ প্রেমিক সকলকেই এই বিষয়টা উপলব্ধি করতে হবে এবং দেশের সমুহ সর্বনাশ থেকে বাচানোর জন্য সকলকেই আবার একযোগে এগিয়ে আসতে হবে আর মুক্তিযোদ্ধা বা কোন বীর সৈনিক সমস্ত মানুষকে ঘর হতে বেরিয়ে আসার ডাক দিতে হবে। সময় খুব কম তাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতড়ি এই কাজ অমাদেরকে সমবেতভাবে করতে হবে।
রি-পোষ্ট ।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আজ ১৪ ই মার্চ ২০১৪ রাত ১০:৩০ মিঃ ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন সবুজের বাড়িতে ৭১ এর মত জঙ্গিবাদী--মুজিব বাহিনী জঙ্গি ততঃপরতা চালায়,
রাত ১০:৩০ মিঃ এ চেয়ারম্যান আনোয়ার উল্লাহ তার সহযোগী জঙ্গিবাদী প্রায় ১০০ জন জঙ্গি--মুজিব বাহিনী নিয়া-- ভাইস -চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ মিয়ার বাসায় বোমা - বন্ধুক - কাটা রাইফেল - রামদা - ব্ললাম নিয়া হামলা চালায়,
https://www.facebook.com/photo.php?fbid=486423974816686&set=a.378285572297194.1073741826.100003472635605&type=1&theater¬if;_t=like
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি
ধন্যবাদ।
বুদ্ধিজীবি হত্যাকারী ভারত
স্বর্ণের দোকানে ভারতের বাহিনিই লুটপাট করে ভারতে নিয়া যায় ,
আর বাংলাদেশকে দিয়ে যায় ১ দল ভারতীয় দালাল,
এই দালালেরাই মিথ্যা নাটক বানাইয়া জনাব আব্দুল কাদের কে হত্যা করে,
আল্লাহর লানত পড়ুক তথাকথিত রাজাকার - আওয়ামীলীগের উপর
স্বর্ণের দোকানে ভারতের বাহিনিই লুটপাট করে ভারতে নিয়া যায় ,
আর বাংলাদেশকে দিয়ে যায় ১ দল ভারতীয় দালাল,
এই দালালেরাই মিথ্যা নাটক বানাইয়া জনাব আব্দুল কাদের কে হত্যা করে
আপনার কথা সঠিক।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন