এই এওয়ার্ড পাবার কথা রাম, বাম বা তাদের চেতনা ধারক ও বাহকদের কিন্তু পেলেন জামায়াত নেতা ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৮ মার্চ, ২০১৪, ০২:১৯:২৬ দুপুর

খবরটির তেমন বিশেষত্ব আছে কিনা জানি না তবে একটি বিষয় উজ্জল থেকে উজ্জলতর হচ্ছে।

বিষয়টি হলো যত রকম অনৈতিক কাজ যেমন খুন খারাবি, হত্যা, ধর্ষণ, ইভটিজিং নির্যাতন অত্যাচার মাদক সেবন ইত্যাদিতে দেশের সোনার ছেলে বলে খ্যাত তারা অহরহ ঘটিয়েই চলেছেন এবং রীতিমত তারা এর পুরুস্কার হিসাবে পাচ্ছেন তাদের অনৈতিক কর্মকান্ডের পুর্ণসহযোগী নেতা নেতৃদের কৃপা বা নেক নজর।

যার জন্য তাদের এহেন কাজের জন্য সভ্য সমাজে ও সুশীল সমাজে এবং বিশেষ করে আমাদের দেশের সাধারণ সচেতন মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখছে ।

আর অপরদিকে এক শ্রেণীর নীতি নৈতিকতাসম্পন্ন ছেলেরা ও সমাজের মানুষ আছে তাদের বিরুদ্ধে লক্ষ কোটি টাকা ব্যয় করে মিডিয়ায় বা বিভিন্নভাবে বিরুপ প্রচার প্রপাগান্ডা চালিয়ে তাদেরকে সমাজে অপরাধীর কাঠ গড়ায় দাড় করানোর চেষ্টা চলছে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দেশের সচেতন জনগণ নটোরিয়াস ও ফেমাস এইটা বুঝে ফেলেছে। তাই বাস্তবে নটোরিয়াসকে বর্জন এবং ফেমাসকে গ্রহণের জয়জয়কার দেখা যাচ্ছে ।

আমি যে খবরটা দিব তা হলো জামায়াতের কোন নেতা তো সেই জিনিষটা পাবার কথা নয় কিন্তু তা পেয়ে নিজেদেরকে আদর্শের মাপকাঠিতে আরো কয়েক ধাপ এগিয়ে গেল । তা হলো মাদার তেরেসা এওয়ার্ড ।

মানবসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা (সাইনিং পারসোনালিটি) এওয়ার্ড-২০১৪ পেয়েছেন গাইবান্ধা জেলার মোঃ আব্দুল করিম। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ১নং লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমীতে ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন’ আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।

Click this link

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188894
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : উনি কি সেবা করেছেন মানুষের জন্য সেটা জানালে ভাল হত ।
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩২
140119
আবু নাজিব লিখেছেন : সহমত। তাঁর মানব সেবার বিস্তারিত বিবরণ পেলে অন্যরা্ উৎসাহিত হতো।
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
140120
আমি মুসাফির লিখেছেন : আমিও আপনাদের সাথে একমত তবে নিশ্চয় উল্লেখযোগ্য কিছু করেছে নইলে তিনি কেন মনোনীত হলেন ?
ধন্যবাদ।
188896
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪০
বেআক্কেল লিখেছেন : পুরষ্কার প্রদানের কাম আমামীলীগের হাতের ছিলনা, যদি থাইকত তাইলে এই পুরষ্কার লিঙ্গ সাহিত্যিক সৈয়দ শামশু মিয়াই পাইত।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১২
140136
আমি মুসাফির লিখেছেন : তাহলে বুঝা গেল রাষ্ট্রে যে সব পুরুস্কার আওয়ামী লীগ বিতরন করছে যেমন একুশে, স্বাধীনতা ইত্যাদি সবই তাদের কুলাঙ্গাররাই পাচ্ছে ।

আর যখন এই বিতনের ভার ভাল লোকের হাতে পড়ছে তখন সত্যিকার ভাল লোকেরাই পাচ্ছে।

এইজন্য মনে হয় দেশের মানুষ এই হাম্বালীগকে বর্জন করেছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
188978
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:২৯
140441
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
189010
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
সজল আহমেদ লিখেছেন : ডেইলি সংগ্রামের খবরটা পড়ে আরো চিন্তিত!রাম বাম তো দেখছি তলিয়ে যাবে।
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
140442
আমি মুসাফির লিখেছেন : রাম বাম এরা তো নষ্ট চিরিত্রের লোক এরা তলানীতেই থাকবে তবে কখনও কখনও ভেসে উঠে তাই তাদেরকে দেখা যায় ।
সত্য কখন্ও চেপে রাখা যায় না আর দেশের জনগণ বুঝে ফেলেচে জামাতের লোকদের চরিত্র তাই রাম বামদের এখন প্রস্থানের সময়।
192609
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
মাজহার১৩ লিখেছেন : আর কোন পত্রিকা এটা নিউজ করলো না কেন?
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
143782
আমি মুসাফির লিখেছেন : এই প্রশ্ন তাদের কাছে করলেই ভাল।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File