সেবায় স্বর্ণপদক ইসলামী ব্যাংক পেল আর শাহবাগীদের চেতনা ভেস্তে গেল ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৬ মার্চ, ২০১৪, ০৫:০২:৫৪ বিকাল

আহারে চেতনা ব্যবসায় ধস ,শাহবাগী বিরানীখোর গেলি কই !!!???

এ বছর ও ব্যাংকিং খাতে অবদানের জন্য স্বরনপদক পেয়েছে ইসলামী ব্যাংক ,জামাতী ব্যাংক ।

আর হোটেল সোনারগাওয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার সাহেব , উপস্থিত ছিলেন মারিকন রাষ্ট্রদুত ,ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদুত ,এফবিসিসিয়াই সভাপতিরা ।

আহারে ,সবাই মিলে ইমরান লাকি নবনীতা উলামায়ে ছু ফরিদুদ্দিন মাসুদরে ধন্যবাদ দিন ,

বিনে ফয়সায় ইসলামী ব্যাংকের প্রচারনার জন্য ।

ওরা ষড়যন্ত্র করে কিন্তু নিশ্চয়ই আল্লাহ বড় পরিকল্পনাকারী ।

নারায়ে তাকবীর আল্লাহু আকবার



শত অপপ্রচার ও প্রপাগান্ডা সত্বেও সব ব্যাংক কে ছাড়িয়ে সেবায় স্বর্ণপদক পেল ইসলামী ব্যাংক

‪#‎রেমিট্যান্স‬ প্রবাহে সর্বোচ্চ অবদান রাখায় স্বর্ণপদক পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এ পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি সেন্টার ফর এনআরবি’র পক্ষে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর নিকট এ পদক হস্তান্তর করেন।

সেন্টার ফর এনআরবি-এর সভাপতি এস এম শাকিল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহীম খালেদ।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ব্রান্ডিং করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘ব্রান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড’ও প্রদান করা হয়।

বুধবার প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187887
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:১২
শফিউর রহমান লিখেছেন : চেতনাধারীদের কথা হলো, "এই জন্যইতো ব্যাংকটি আমাদের চাই"। এই সাফল্যের সাথে ওদের নাম বা স্বার্থ কোনটাই আদায় হয় না বলেই তারা মনে করে। কারণ দেশ ও জনগণের স্বার্থ তাদের কাছে কোন মানেই রাখে না - নিজেদের স্বার্থই সব।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
139361
আমি মুসাফির লিখেছেন : সম্পুর্ণ একমত । আপনাকে অশেষ ধন্যবাদ।
187905
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
এসবির সিরাজ উল্লাহ লিখেছেন : ইসলাম নাম থাকলে রাজাকার, তাহলে ইসলামী ব্যাংক কিভাবে পদক লাভ করল?

উত্তর দিলে তো রাজাকার হবো!তাই আমি দিলাম না ।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৮
139372
আমি মুসাফির লিখেছেন : আপনি শোনেন নি হাসিনা বলেছে যারা আওয়ামী চেতনার বিরোধীতা করে তারা সবাই রাজাকার আপনি বাদ আছেন নাকি এমনিতোই তো রাজাকার হয়ে গেছেন। মুসলমান নামধারী হাম্বালীগ এত যে ইসলাম ফোবিয়া হয় তা এই আম্বালীগদের কার্যকলাপে বুঝা যায় ।
ধন্যবাদ মন্তব্যের জন্য
187914
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৯
হতভাগা লিখেছেন : ওরা চাচ্ছিল গলায় দড়ি পরাতে , এখন দেখি ঘাড়ে দড়ি পরাচ্ছে ।

''আর হোটেল সোনারগাওয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার সাহেব , উপস্থিত ছিলেন মারিকন রাষ্ট্রদুত ,ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদুত ,এফবিসিসিয়াই সভাপতিরা । ''


০ এই দেশটা কোন মহাদেশে ?
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১১
140024
আমি মুসাফির লিখেছেন : যা হচ্ছে বা ঘটছে তা সত্যিকার অর্থে ভাববার বিষয় তাই আপনার প্রশ্নটা ভাবিয়ে তোলার মত।

ধন্যবাদ।
187934
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
সিটিজি৪বিডি লিখেছেন : প্রতি বছর নাম্বার ওয়ানে থাকবে।
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১১
140026
আমি মুসাফির লিখেছেন : এটাই প্রত্যাশা এবং বাস্তবতা ।

আপনাকে অনেক ধন্যবাদ।
188043
০৬ মার্চ ২০১৪ রাত ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সাফল কতদিন থাকবে জানা নাই। তবে মনে হয় ইসলামি ব্যাংক এই সাফল্য বেশিদিন থাকবেনা কারন এর রেমিটেন্স ব্যবসা মুলত মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং এখন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কার্যত বন্ধ। তবে যখন ইসলামি ব্যাংক এর এই ব্যবসা একেবারে বন্ধ হবে বাংলাদেশের অর্থনিতিরও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে।
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
140035
আমি মুসাফির লিখেছেন : এই ব্যাংক উত্তোরোত্তর সফলতা লাভ করতে থাকবে তবে যদি এই সরকারের কুনজর বা শকুনি দৃষ্টিতে আক্রান্ত না হয় ।
আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
188297
০৭ মার্চ ২০১৪ সকাল ১০:০৩
সজল আহমেদ লিখেছেন : ছাতুলীগের চেতনা আঘাতপ্রাপ্ত হইয়াছে।
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৯
140042
আমি মুসাফির লিখেছেন : ছাতুলীগ যুবলীগ হাম্বালীগ বাম রাম যাই বলেন এদের চেতনা প্রকৃত মানুষের চেতনা নয় এরা ন্যাংটা সাবইকে ন্যাংটা দেখতে বা করাতে চায়। এমন চরিত্রহীনদের কবল থেকে দেশ ও দেশের মানুষ যেন নিরাপদ থাকে সেদিকে আমাদের বেশী খেয়াল রাখতে হবে।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File